ডান হাতি সৌরভ বাংলা ক্রিকেটের নতুন গৌরব

সাফল্য ও সংবর্ধনায় গা ভাসাতে চাইছেন না বাংলা ক্রিকেটের নতুন সৌরভ। বাংলার অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন দলের অন্যতম নায়ক সৌরভ সিং মাটিতে পা রেখে এগোতে চাইছেন আগামী লক্ষ্যে। কোচবিহার ট্রফির ফাইনালে প্রায় দুদিন ব্যাট করে ১৯৭ রান করে দলকে জিতিয়েছেন। খেলেছেন পাঁচশোর বেশি বল। গত দুদিন সংবর্ধনা পেয়েছেন নানা মহল থেকে। সৌরভ অবশ্য লম্বা রেসের ঘোড়া হতে চান। টি-২০ ক্রিকেটের যুগে ডান হাতি সৌরভ বেশি গুরুত্ব দিতে চান চারদিনের ম্যাচে। খেলতে চান আরও বড় ইনিংস। লখনৌয়ে বাবা -মায়ের সঙ্গে দেখা করতে বুধবার কলকাতা ছাড়লেন সৌরভ। কয়েকদিন ছুটি কাটিয়ে নেমে পড়তে চান বাইশ গজে। 

Updated By: Jan 26, 2017, 09:40 AM IST
ডান হাতি সৌরভ বাংলা ক্রিকেটের নতুন গৌরব

ব্যুরো: সাফল্য ও সংবর্ধনায় গা ভাসাতে চাইছেন না বাংলা ক্রিকেটের নতুন সৌরভ। বাংলার অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন দলের অন্যতম নায়ক সৌরভ সিং মাটিতে পা রেখে এগোতে চাইছেন আগামী লক্ষ্যে। কোচবিহার ট্রফির ফাইনালে প্রায় দুদিন ব্যাট করে ১৯৭ রান করে দলকে জিতিয়েছেন। খেলেছেন পাঁচশোর বেশি বল। গত দুদিন সংবর্ধনা পেয়েছেন নানা মহল থেকে। সৌরভ অবশ্য লম্বা রেসের ঘোড়া হতে চান। টি-২০ ক্রিকেটের যুগে ডান হাতি সৌরভ বেশি গুরুত্ব দিতে চান চারদিনের ম্যাচে। খেলতে চান আরও বড় ইনিংস। লখনৌয়ে বাবা -মায়ের সঙ্গে দেখা করতে বুধবার কলকাতা ছাড়লেন সৌরভ। কয়েকদিন ছুটি কাটিয়ে নেমে পড়তে চান বাইশ গজে। 

কোচবিহার ট্রফি জয়ী বাংলা দলের পাঁচ ক্রিকেটার রয়েছে শ্যামবাজার ক্লাবে। সৌরভের পাশাপাশি কণিস্ক শেঠ, কাজি জুনেদ, প্রদীপ্ত প্রামানিকদের পুরস্কৃত করা হয় শ্যামবাজার ক্লাবের পক্ষ থেকে। বুধবারই ক্লাবের হয়ে মাঠে নেমে পড়েন কাজি জুনেদ। দলের হয়ে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নেন এই ক্রিকেটার। 

.