গতকাল হেরেও রেকর্ড করলেন বিরাট কোহলি

আইপিএলে এক মরসুমে হাজার করার নজির গড়তে ব্যর্থ হলেও সুরেশ রায়নার রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। রবিবার আইপিএল ফাইনালে  বিরাট কোহলি  মাত্র সাতাশ রানের জন্য স্পর্শ করতে পারেননি হাজার রানের মাইলস্টোন। ষোল ম্যাচে নশো তিয়াত্তর রানে থামতে হয় ভারতের টেস্ট দলের অধিনায়ককে। তবে একশো উনচল্লিশ ম্যাচে চার হাজার একশো দশ রান করে কোহলি হয়ে গেছেন আইপিএলের সর্বাধিক রানের অধিকারী। সুরেশ রায়নার রেকর্ড ভেঙে তিনি এই স্থান দখল করলেন। রায়না একশো সাতচল্লিশ ম্যাচে চার হাজার আটানব্বই রান করেছিলেন।

Updated By: May 30, 2016, 09:47 PM IST
গতকাল হেরেও রেকর্ড করলেন বিরাট কোহলি

ওয়েব ডেস্ক: আইপিএলে এক মরসুমে হাজার করার নজির গড়তে ব্যর্থ হলেও সুরেশ রায়নার রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। রবিবার আইপিএল ফাইনালে  বিরাট কোহলি  মাত্র সাতাশ রানের জন্য স্পর্শ করতে পারেননি হাজার রানের মাইলস্টোন। ষোল ম্যাচে নশো তিয়াত্তর রানে থামতে হয় ভারতের টেস্ট দলের অধিনায়ককে। তবে একশো উনচল্লিশ ম্যাচে চার হাজার একশো দশ রান করে কোহলি হয়ে গেছেন আইপিএলের সর্বাধিক রানের অধিকারী। সুরেশ রায়নার রেকর্ড ভেঙে তিনি এই স্থান দখল করলেন। রায়না একশো সাতচল্লিশ ম্যাচে চার হাজার আটানব্বই রান করেছিলেন।

.