লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটন ঘটাল রিয়াল বেটিস

Updated By: Sep 22, 2017, 10:11 AM IST
লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটন ঘটাল রিয়াল বেটিস

ওয়েব ডেস্ক: রিয়াল ফাইটে বাজিমাত করল রিয়াল বেটিস। লা লিগায় রিয়াল মাদ্রিদকে এক-শূন্য গোলে হারিয়ে অঘটন ঘটাল বেটিস। ম্যাচের একমাত্র গোলদাতা রিয়াল বেটিসের অ্যান্টোনিও সানাব্রিয়া। অবশ্য ম্যাচের আসল নায়ক বেটিস গোলকিপার অ্যান্টোনিও আদান। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের একাধিক গোল বাঁচিয়ে দলকে জয় এনে দেন এই বেটিস গোলকিপার। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলমুখ খুলতে পারেনি দু'দলই।

আরও পড়ুন জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল

দ্বিতীয়ার্ধেও ম্যাচের একই চেহারা। অবশ্য খেলার শেষ লগ্নে বল জালে জড়ান সানাব্রিয়া। কিন্তু তাঁর গোল অফসাইড বলে বাতিল করে দেন রেফারি। ইঞ্জুরি টাইমে সেই সানাব্রিয়ার গোলেই জয় নিশ্চিত করে বেটিস। এই হারের পর লা লিগায় ঘরের মাঠে টানা তিনটি ম্যাচে জয় নেই সাত নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের। বার্সেলোনা থেকে সাত পয়েন্ট পিছিয়ে জিদানের দল।

আরও পড়ুন  ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?

.