R Ashwin: এর আগে মাত্র ৭ জন পেরেছেন! এবার এই অনন্য আইপিএল রেকর্ড করে দেখালেন অশ্বিন
আরসিবি-র বিরুদ্ধে নামার আগে অশ্বিনের ঝুলিতে ছিল ১৪৯টি উইকেট। ষষ্ঠ ভারতীয় হিসাবে অশ্বিন ১৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করলেন।
নিজস্ব প্রতিবেদন: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বিশ্বের অষ্টম বোলার ও দ্বিতীয় অফ-স্পিনার হিসাবে আইপিএলে (Indian Premier League, IPL 2022) ১৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন। গত মঙ্গলবার চলতি আইপিএলের (IPL 2022) ৩৯ নম্বর ম্যাচে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Maharashtra Cricket Association Stadium) মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore, RCB) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে মঙ্গলবার রাজস্থান ২৯ রানে হারিয়ে দিল বেঙ্গালুরুকে।
(@IPL) April 26, 2022
এই ম্যাচে অশ্বিন পান তিন উইকেট। আরসিবি-র বিরুদ্ধে নামার আগে অশ্বিনের ঝুলিতে ছিল ১৪৯টি উইকেট। ষষ্ঠ ভারতীয় হিসাবে অশ্বিন ১৫০ উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করলেন। অশ্বিনের আগে হরভজন সিং (Harbhajan Singh) ক্রোড়পতি লিগের প্রথম অফস্পিনার হিসেবে ১৫০ উইকেট পেয়েছিলেন। গতকাল ভাজ্জিকে টপকে মগডালে চলে গেলেন চেন্নাইয়ের তারকা স্পিনার। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন কেকেআরের 'মিস্ট্রি স্পিনার' সুনীল নারিন। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯ উইকেট। নারিনের কাছে সুযোগ থাকছে চলতি আইপিএলেই অশ্বিনকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসার। দেখতে গেলে অশ্বিন-নারিনের মধ্যে লড়াই চলবে আপাতত।
আরও পড়ুন: UEFA Champions League: ৭ গোলের নাটকের রাতে ১ গোলে Real বধ Manchester City-র
আরও পড়ুন: IPL 2022: ব্যাটে Riyan, বলে Kuldeep-Ashwin-! দুরন্ত খেলে RR চলে গেল একে, RCB হারল ২৯ রানে