Ravindra Jadeja | IND vs BAN: কানপুরে বিরাট মাইলস্টোন 'রকস্টার'-এর! দ্রুততম মুকুট পরে বসলেন কপিল-অশ্বিনের পাশে

Ravindra Jadeja emulates Kapil Dev And R Ashwin with Unique Test double: অবশেষে রবীন্দ্র জাদেজা করে ফেললেন টেস্টে বিরল রেকর্ড।   

Updated By: Sep 30, 2024, 02:29 PM IST
Ravindra Jadeja | IND vs BAN: কানপুরে বিরাট মাইলস্টোন 'রকস্টার'-এর! দ্রুততম মুকুট পরে বসলেন কপিল-অশ্বিনের পাশে
জাদেজাকে জড়িয়ে আকাশ দীপের উচ্ছ্বাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ (IND vs BAN) দু' ম্যাচের টেস্ট সিরিজের, দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। গত শুক্রবার খেলার প্রথম দিনের যবনিকা পতন হয়েছি ৩৫ ওভারের পরেই! মন্দ আলো এবং তুমুল বৃষ্টির কারণেই প্রথম সেশনের পর আর মাত্র পাঁচ ওভারই করা গিয়েছিল। তারপর হয়ে যায় স্টাম্পস! দ্বিতীয় দিনেও এই বৃষ্টির কারণেই একটিও বল গড়ায়নি মাঠে। তৃতীয় দিন অর্থাত্‍ রবিবারও সেই গতকালেরই অ্যাকশন রিপ্লে। চা বিরতির ঠিক আগেই খেলা পরিত্যক্ত হয়ে গেল! তবে চতুর্থ দিনের খেলা হচ্ছে। আর এদিনই বিরল রেকর্ড করলেন টিম ইন্ডিয়ার 'রকস্টার' রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। 

আরও পড়ুন: ক্লেটনদের আর ক্লাস নেবেন না 'প্রফেসর'! ইস্তফা লাল-হলুদ কোচের, মশাল এখন কার হাতে?

৩ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্য়াটিং শুরু করা বাংলাদেশ এদিন ২৩৩ রানে অলআউট হয়ে যায়। মোমিনুল হক ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। জাদেজা খালেদ আহমেদকে কট অ্যান্ড বোল্ড করেই ইতিহাস লিখে ফেলেছেন। অবশেষে জাদেজার ঝুলিতে এল ৩০০ টেস্ট উইকেট। সপ্তম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি। সোমবার কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিনের পাশে বসলেন তিনি। কপিল-অশ্বিনের পর তৃতীয় ভারতীয় হিসেবে জাদেজা লাল বলের ক্রিকেটে ডাবল রেকর্ড করলেন। যাঁর ব্য়াট হাতে ৩০০০ রানের সঙ্গেই রয়েছে ৩০০ টেস্ট উইকেট। 

জাদেজা এই রেকর্ড করলেন দ্রুততম এশিয়ান ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে। জাদেজার ঠিক উপরেই রয়েছে কিংবদন্তি ব্রিটিশ ক্রিকেটার ইয়ান বথাম। বথামের এই রেকর্ড করতে লেগেছিল ৭২ ম্য়াচ। জাদেজার লাগল ৭৪ ম্য়াচ। তালিকায় তিনে ইমরান খান (৭৫ ম্য়াচ), চারে কপিল (৮৩ ম্য়াচ) ও পাঁচে রিচার্ড হেডলি (৮৩ ম্য়াচ)। প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ভারত এক উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে। ওপেনার যশস্বী জয়সওয়াল ৭১ রানে ও তিনে নামা শুভমন গিল ২৫ রানে ক্রিজে আছেন। রোহিত শর্মা ফিরে গিয়েছেন ২৩ রান করে।

আরও পড়ুন: 'না...না...করেও ১০ আইপিএল খেলল', ধোনিকে কটাক্ষ শাহরুখের! ভাইরাল ভিডিয়োতে ঝড়...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 
 

.