প্রয়াত ক্রিকেটারের স্মরণে 'অপ্রীতিকর' টুইট বাংলাদেশের! কড়া প্রতিক্রিয়া জানালেন Ashwin

প্রয়াত ক্রিকেটারের স্মরণে 'অপ্রীতিকর' টুইট করে ফেলল বাংলাদেশে ক্রিকেট বোর্ড।

Updated By: May 5, 2021, 04:05 PM IST
প্রয়াত ক্রিকেটারের স্মরণে 'অপ্রীতিকর' টুইট বাংলাদেশের! কড়া প্রতিক্রিয়া জানালেন Ashwin

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত ক্রিকেটারের স্মরণে 'অপ্রীতিকর' টুইট করে ফেলল বাংলাদেশে ক্রিকেট বোর্ড (BCB)। মঞ্জুরাল ইসলাম রানাকে (Manjural Islam Rana)। তাঁর ৩৭ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিল বিসিবি। পদ্মাপারের দেশে কাজি মঞ্জুরাল ইসলাম নামেই পরিচিত ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। দেশের হয়ে ৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলা মঞ্জুরাল মাত্র ২২ বছর বয়সে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান। 

আরও পড়ুন: IPL 2021 আয়োজনের জন্য BCCI ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিক, দায়ের হলো জনস্বার্থ মামলা

গত মঙ্গলবার মঞ্জুরালের স্মৃতির উদ্দেশ্যে বিসিবি লেখে, “শুভ জন্মদিন মঞ্জুরাল ইসলাম রানা। কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটার মাত্র ২২ বছর ও ৩১৬ দিনে প্রয়াত হন।”এই টুইট দেখার পরেই বিতর্কের ঝড় উঠে যায়। কারণ বাংলাদেশের লেখা পড়ে মনে হবে যে, মঞ্জুরালই ছিলেন ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলা কনিষ্ঠতম ক্রিকেটার। এই টুইট চোখ এড়ায়নি ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। তিনি চোখ ছানা বড়া হয়ে যাওয়া ইমোটিকন ব্যবহার করে সেই পোস্টে। বাংলাদেশ নিজেদের ভুল বুঝতে পেরে টুইট সরিয়ে নিয়ে, নতুন করে পোস্ট করে লেখে, “শুভ জন্মদিন মঞ্জুরাল ইসলাম রানা। আমাদের হয়ে খেলা সর্কালের অন্যতম সেরা টাইগার।"

.