করোনা সচেতনতায় এবার টুইটার অ্যাকাউন্টের নাম বদলে ফেললেন অশ্বিন
মোদীর জনতা কার্ফুর প্রশংসা করেছেন অশ্বিন।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে। আতঙ্কিত গোটা বিশ্ব। করোনার প্রকোপ থেকে বাঁচতে গোটা দেশে লকডাউন। ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে। বন্ধ একের পর এক টুর্নামেন্ট। কার্যত আইসোলেশনে সময় কাটছে খেলোয়াড়দের। কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতার বার্তা দিতে এবার নিজের টুইটার অ্যাকাউন্টের নাম বদলে ফেললেন ভারতীয় স্পিনার আর অশ্বিন ।
দেশবাসীকে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিতে নিজের টুইটার অ্যাকাউন্টের নাম বদলে দিলেন অশ্বিন। নতুন নাম রাখলেন , "লেটস্ স্টে ইনডোরস ইন্ডিয়া..."
We need to remember we are a densely populated country and a very large part of them don’t have access to information.
— lets stay indoors India (@ashwinravi99) March 23, 2020
সেই সঙ্গে তিনি বলেন, আগামী দুই সপ্তাহ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই জনতা কার্ফু পালিত হয়েছে রবিবার দেশ জুড়ে। মোদীর জনতা কার্ফুর প্রশংসা করেছেন অশ্বিন। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই লকডাউন করে দেওয়া হয়েছে। আজ রাতে ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন - করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন পাঠান ভাইরা, সবার হাতে তুলে দিলেন মাস্ক