টুইটারে সমালোচনা : গ্রেগ চ্যাপেলের থেকেও বিপজ্জনক রবি শাস্ত্রী!

বিরাটের নেতৃত্বে ভারতের লজ্জাজনক হারে টুইটারে কোচ শাস্ত্রীর মুণ্ডছেদ করছেন সমর্থকরা৷

Updated By: Aug 14, 2018, 01:47 PM IST
টুইটারে সমালোচনা : গ্রেগ চ্যাপেলের থেকেও বিপজ্জনক রবি শাস্ত্রী!

নিজস্ব প্রতিবেদন : লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্রিটিশদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতীয় ক্রিকেট দল। ইনিংস ও ১৫৯ রানে হেরে পাঁচ টেস্টের সিরিজে ০-২ য়ে পিছিয়ে পড়েছে আইসিসি-র এক নম্বর টেস্ট দল। লর্ডসে লজ্জাজনক হারের পর কোচ রবি শাস্ত্রীর সমালোচনায় ঝড় উঠল টুইটারে৷ সেখানেই এক ক্রিকেটভক্ত কোচ শাস্ত্রীকে ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেলের থেকেও বিপজ্জনক বলছেন৷

আরও পড়ুন - বিরাটকে টপকে আবার এক নম্বরে নির্বাসিত স্মিথ

বিশ্বের এক নম্বর টেস্ট দলের এমন হাল দেখে লজ্জিত প্রাক্তনরা৷ সেই সঙ্গে হতাশ সমর্থকরাও৷ এজবাস্টনে হারলেও লড়াই করেছিলেন বিরাটরা৷ কিন্তু লর্ডসে বিরাটদের ইনিংসে হারে কোচের দিকে আঙুল তুলছেন অনেকেই। বিরাটের নেতৃত্বে ভারতের লজ্জাজনক হারে টুইটারে কোচ শাস্ত্রীর মুণ্ডছেদ করছেন সমর্থকরা৷ বিরাটদের 'হেডস্যার' হিসেবে রবি শাস্ত্রী অনিল কুম্বলের যোগ্য উত্তরসূরি নন৷ এমনটাই মনে করছেন কেউ কেউ। অবিলম্বে শাস্ত্রীর ছাঁটাই চান তাঁরা৷ কেউ কেউ তো, শাস্ত্রীকে গুরু গ্রেগের থেকেও বিপজ্জনক বলে মনে করছেন৷

ইংল্যান্ডে ভয়মুক্ত ক্রিকেট খেলবে ভারত, টেস্ট সিরিজ শুরুর আগে এমন কথা বলেছিলেন স্বয়ং শাস্ত্রী। কিন্তু লর্ডসে ভয়মুক্ত নয়, ভীতসন্ত্রস্ত কোহলিদের দেখা গেল৷ অ্যান্ডারসনের গতি ও সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে কোহলি অ্যান্ড কোং৷ ম্যাচ শেষে আত্মসমর্পণের কথা স্বীকার করে নিয়ে বিরাট বলেন, "আমরা যা খেলেছি, তাতে গর্বিত হতে পারি না৷ ইংল্যান্ড জেতার মতোই খেলছে, আর আমরা হারার মতো৷"

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর বিরাটদের কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে৷ শোনা যায়, ক্যাপ্টেন কোহলির সঙ্গে মত পার্থক্যের জেরেই কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে৷ তাঁর উত্তরসূরি হিসেবে বিরাটের পছন্দের শাস্ত্রীকে বেছে নেয় সচিন-সৌরভ-লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷

.