এবছর থেকে নতুন ধারায় রঞ্জি ট্রফি
এবছরে নতুন ফরম্যাটে রঞ্জি ট্রফি শুরু হবে দোসরা নভেম্বর থেকে। জানিয়ে দিল বিসিসিআই।
এবছরে নতুন ফরম্যাটে রঞ্জি ট্রফি শুরু হবে দোসরা নভেম্বর থেকে, জানিয়ে দিল বিসিসিআই। এবছর থেকে এলিট ও প্লেট গ্রুপ বলে কিছু থাকছে না। সাতাশটি দলকে তিনটি গ্রুপে ভাগ করে খেলানো হবে। মুম্বই, রাজস্থান, পঞ্জাব, হায়দরাবাদ, গুজরাট,রেলওয়েজ, মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্রের সঙ্গে এ গ্রুপে থাকছে বাংলা। বি-গ্রুপে থাকছে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, বরোদা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হারিয়ানা, বিদর্ভ ও ওড়িশা। সি-গ্রুপে থাকছে হিমাচল প্রদেশ, কেরালা, গোয়া, অন্ধ্রপ্রদেশ, সার্ভিসেস, ত্রিপুরা, ঝাড়খন্ড, জম্মু ও কাশ্মীর এবং অসম। এ এবং বি গ্রুপ থেকে তিনটি করে দল নক আউট পর্বে খেলবে। সি গ্রুপ থেকে দুটি দল নক আউটে খেলার সুযোগ পাবে।
শেষ পর্যন্ত সিএবি নির্বাচন হচ্ছেই। শাসক গোষ্ঠি তালিকা প্রকাশ করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়ন পত্র পেশ করেন বিরোধী গোষ্ঠীর সমর পাল। এর ফলে নির্বাচন অবস্যম্ভাবী হয়ে পড়ে। মনোনয়ন পত্র পেশ করে সমর পাল জানান জগমোহন ডালমিয়ার কর্মকান্ডে বীতশ্রদ্ধ বহু ক্লাব। তাই তাঁদের হয়ে প্রতিবাদ জানাতেই তিনি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শাসক গোষ্ঠীর পক্ষ থেকে কোষাধ্যক্ষ সুবীর গাঙ্গুলি জানিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে। এনিয়ে আলাদা করে ভাবার কিছু নেই।