ধোনি কেন গ্রেড-এ ক্রিকেটার, ইস্তফাপত্রে প্রশ্ন রামচন্দ্রের

Updated By: Jun 2, 2017, 03:18 PM IST
ধোনি কেন গ্রেড-এ ক্রিকেটার, ইস্তফাপত্রে প্রশ্ন রামচন্দ্রের

ওয়েব ডেস্ক: কোহলি-কুম্বলের গণ্ডগোলের মাঝেই এবার ভারতীয় ক্রিকেটে উঁকি দিল আরও এক বিতর্ক। ফের আরও একবার বিতর্ক শুরু হল মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্র করে। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্ক উস্কে দিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরও কীভাবে বিসিসাই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দে সিং ধোনির সঙ্গে 'গ্রেড-এ' চুক্তি সম্পাদিত করে, ইস্তফাপত্রে প্রশ্ন তুলেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। এখানেই শেষ নয়, মহেন্দ্র সিং ধোনি তো বটেই রামচন্দ্র গুহের প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্করও। একই সঙ্গে ক্রিকেট কমেন্ট্রি এবং ক্রিকেট ম্যানেজমেন্ট এজেন্সি কীভাবে চালাচ্ছেন গাভাস্কর, এই প্রশ্নই তুলেছেন রামচন্দ্র গুহ। ('প্রথম দিন থেকেই কুম্বলেকে পছন্দ ছিল না কোহলির', বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিসিসিআই সেক্রেটারির )

উল্লেখ্য, রামচন্দ্র গুহকে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হিসেবে নিয়োগ করার আদেশ দিয়েছিল ভারতের শীর্ষ আদালত। সেই মতই এতদিন ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক কমিটিতে ছিলেন এই প্রখ্যাত ইতিহাসবিদ। সম্প্রতি তিনি ওই সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। রামচন্দ্র গুহ নিজের ইস্তফাপত্র জমা দেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট বিনোদ রাইয়ের কাছে, তিনি তা গ্রহণও করেন। এরপরই জল্পনা শুরু হয়, কেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইস্তফা দিলেন রামচন্দ্র গুহ? ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই মত ছিল অনিল কুম্বলের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের কারণে রুষ্ট হয়েই ইস্তফা দিয়েছেন তিনি। এদিন সেই আশঙ্কাই সত্যি হল। বোর্ড কুম্বলের সঙ্গে অপেশাদার মনোভাব দেখিয়েছে, সাফল্য থাকা স্বত্ত্বেও পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে অনিল কুম্বলেকে, এই অভিযোগই করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। (বিশ্ব ক্রিকেটে 'ওয়েস্ট ইন্ডিজ' নামে আর কোনও দল রইল না)

.