বৃষ্টিতে মাঠ এখনও ভিজে, ইডেনে কেকেআর ম্যাচ ঘিরে অনিশ্চয়তা
আজকের ম্যাচটি না জিততে পারলে প্লে-অফ গ্রুপে ওঠা আর হবে না কলকতা নাইট রাইডার্স-এর। অথচ, এখন যা অবস্থা তাতে আজ তাদের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত দু'দিন ধরে ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হয়েছে বৃষ্টি। আর তার জেরেই এখন ইডেনের পিচ থেকে আউট ফিল্ডজুড়ে দেখা দিয়েছে সমস্যা। পিচ কিউরেটরের দাবি, আজ দিনের বেলা কয়েক ঘণ্টার কড়া রোদ থাকলে তবেই, মাঠ ও পিচ খেলার উপযুক্ত হবে।
ওয়েব ডেক্স : আজকের ম্যাচটি না জিততে পারলে প্লে-অফ গ্রুপে ওঠা আর হবে না কলকতা নাইট রাইডার্স-এর। অথচ, এখন যা অবস্থা তাতে আজ তাদের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। গত দু'দিন ধরে ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হয়েছে বৃষ্টি। আর তার জেরেই এখন ইডেনের পিচ থেকে আউট ফিল্ডজুড়ে দেখা দিয়েছে সমস্যা। পিচ কিউরেটরের দাবি, আজ দিনের বেলা কয়েক ঘণ্টার কড়া রোদ থাকলে তবেই, মাঠ ও পিচ খেলার উপযুক্ত হবে।
১৩টি ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আজকের ম্যাচে খেলতে নামছে কেকেআর। এই পরিস্থিতিতে প্লে-অফে যেতে হলে তাদের একমাত্র উপায় আজকের ম্যাচটি জেতা। ফলে, যে কোনও পরিস্থিতিতেই এই ম্যাচ হওয়ার দিকেই তাকিয়ে দলের কোচ থেকে অধিনায়ক।