এবিডি নন, আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার এই স্পিডস্টার

 এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডিভিলিয়ার্সকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব তুলে দেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।     

Updated By: Jun 4, 2018, 04:44 PM IST
এবিডি নন, আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার এই স্পিডস্টার

নিজস্ব প্রতিবেদন: ম্যান্ডেলার দেশে ফের একবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কাগিসো রাবাদা। এর আগে ২০১৬-তে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন এই স্পিডস্টার। এবারও এই খেতাব জিতলেন রাবাদা-ই।

আরও পডুন- বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল স্পেন

২০১৮-র ক্রিকেট বর্ষে সর্বোচ্চ উইকেটের শিকারি আফ্রিকার এই খুনে মেজাজের পেস বোলার। আইসিসি-র প্রকাশিত টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানেও রয়েছেন রাবাদা। একদিনের আন্তর্জাতিকে তিনি রয়েছেন প্রথম দশে (সাত নম্বর)। সব কিছু বিচার করেই দেশের বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে সেরা টেস্ট ক্রিকেটার, সেরা আন্তর্জাতিক ক্রিকেটার খেতাবের জন্যও রাবাদার নাম প্রস্তাব করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এমনকী সে দেশের ক্রিকেট অনুরাগীদের ভোটেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রাবাদা।

আরও পডুন- এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত ভারতের

অন্যদিকে, এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডিভিলিয়ার্সকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব তুলে দেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।     

.