ICC Men's Test Player of the Year: মনোনীত চারে ভারতের এক

চলতি মরশুমে আর অশ্বিন অসাধারণ ক্রিকেট খেলেছেন। 

Updated By: Dec 28, 2021, 04:58 PM IST
ICC Men's Test Player of the Year: মনোনীত চারে ভারতের এক
ICC Men's Test Player of the Year

নিজস্ব প্রতিবেদন: আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের (ICC Men's Test Player of the Year) মনোনয়ন পেশ করল। মনোনীত চারে রয়েছেন ভারতের একমাত্র ক্রিকেটার- আর অশ্বিন (Ravichandran Ashwin)। অশ্বিন ছাড়া তালিকায় রয়েছেন ইংল্য়ান্ড ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত ব্যাটার জো রুট (Joe Root), নিউজিল্যান্ডের সাড়া ফেলা জোরে বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) ও শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)। এদের মধ্যেই একজন জিতে নেবেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে শ্রেষ্ঠত্বের পুরস্কার।

চলতি বছর জো রুট ব্যাট হাতে ইতিহাস লিখেছেন। ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও উজ্জ্বল জো রুট। বিশ্ববন্দিত ব্যাটার এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে নিজেকে তিনে নিয়ে গেলেন। একে আছেন মহম্মদ ইউসুফ (১৯ ইনিংসে ১৭৮৮, ২০০৬ সাল) রান। দুয়ে স্যার ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০ রান), চলতি বছর রুট থামলেন ১৭০৮ রানে। আর তিন রান করতে পারলেই তিনি রিচার্ডসকে টপকে দুয়ে চলে আসতেন। 

আর অশ্বিন (R Ashwin) বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠ স্পিনার হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন। ইংল্যান্ড সফরে একটি ম্যাচ না খেলেও আট ম্যাচে তিনি নিয়েছেন ৫২ উইকেট। গড় ১৬.৩৩।  চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সফরের আগে পর্যন্ত এই পরিসংখ্যান। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও কামাল করেছেন তিনি। ৩৩৭ রান করেছেন। চেন্নাইতে নিজের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও করেন।

আরও পড়ুন: Ashes 2021-22: Wasim Jaffer-এর টুইট বোমায় ছিন্নভিন্ন Michael Vaughan

নিউজিল্যান্ডের 'পেস সেনসেশন' কাইল জেমিসন (Kyle Jamieson) চমকে দিয়েছেন। ৯ ম্য়াচেই পেয়ে যান ৫০ উইকেট। অভিষেক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) ভারতের বিরুদ্ধে সাত উইকেট তুলে নেন। পাশাপাশি ১৬ বলে ঝোড়ো ২১ রানের ইনিংস খেলেন। জেমিসনকে এখনই বলা হচ্ছে আগামীর মহাতারকা।

শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne) চলতি বছর ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। ৭ ম্যাচে ৬৯.৩৮-এর গড়ে ৯০২ রান করেছেন ৬৯.৩৮-এর গড়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি দ্বীপরাষ্ট্রকে নেতৃত্ব দেন।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.