পাহাড় থেকে সমতলে মুখ থুবড়ে পড়ল ইস্ট বেঙ্গল, ঘরের মাঠে হারল লাল হলুদ ব্রিগেড
ঘরের মাঠে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কিছুটা নিয়ন্ত্রিত ফুটবল শুরু করে এনরিকে, জবিরা। খোলস ছেড়ে বেরিয়ে আসে ইস্ট বেঙ্গল। ফলও পেলো হাতে নাতে। ৫১ মিনিটে এনরিকের গোলে সমতা ফেরায় ইস্ট বেঙ্গল।
নিজস্ব প্রতিবেদন : দুরন্ত ছন্দে থাকা ইস্ট বেঙ্গল পাহাড় থেকে সমতলে এসে মুখ থুবরে পড়ল। দুটো অ্যাওয়ে ম্যাচ জিতে হোম ম্যাচে হারের মুখ দেখলো মেনেজেসের ইস্ট বেঙ্গল। চলতি আই লিগে ঘরের মাঠে প্রথম ম্যাচে চেন্নাই সিটির কাছে ২-১ গোলে হারল লাল হলুদ ব্রিগেড।
Great game Team QEBFC and Team @ChennaiCityFC . A huge shoutout to all are fans for their overwhelming support! pic.twitter.com/kpaRfweQJh
— Quess East Bengal FC (@eastbengalfc) November 13, 2018
ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো বলেছিলেন চেন্নাই ভালো দল। মঙ্গলবার যুব ভারতী তে বাস্তবে দেখা গেল চেন্নাই যেন ইস্ট বেঙ্গল কে নিয়ে মাঝমাঠ ছেলেখেলা করল প্রথমার্ধ জুড়ে। রবার্তো, স্যান্ড্র , নেস্তর আর পেদ্রো চেন্নাই এর চার স্প্যানিশ ফুটবলার মিলে যেন লাল হলুদ রক্ষ্মণে ত্রাস ছড়াল। ওয়ান টাচ ফুটবলে একের পর গোলের সুযোগ তৈরি করতে থাকে। তবে চেন্নাই এর কাঙ্খিত গোল এল প্রথমার্ধের ইনজুরি টাইমে। ফ্রি কিক থেকে চেন্নাই কে এগিয়ে দেন স্যান্ড্রো।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় কোহলিকে ওপেনার বেছে দিলেন সেওয়াগ!
ঘরের মাঠে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কিছুটা নিয়ন্ত্রিত ফুটবল শুরু করে এনরিকে, জবিরা। খোলস ছেড়ে বেরিয়ে আসে ইস্ট বেঙ্গল। ফলও পেলো হাতে নাতে। ৫১ মিনিটে এনরিকের গোলে সমতা ফেরায় ইস্ট বেঙ্গল। গোল শোধ করার পর অবশ্য প্রেসিং ফুটবল শুরু করে ইস্ট বেঙ্গল। সেই সঙ্গে পেদ্রো চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় কিছুটা সুবিধা পেযে যায় ইস্ট বেঙ্গল। তবে আক্রমণ প্রতি আক্রমণে দুই দলই সুযোগ তৈরি করতে থাকে। এরই মাঝে ম্যাচের শেষ লগ্নে বক্সে রাজু কে ফাউল করলে পেনাল্টি পায় চেন্নাই। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেন নি নেস্টর। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে গতবারের ৭-১ গোলে হারের ক্ষত তে একটু হলেও প্রলেপ লাগালো চেন্নাই। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষে থেকে গেল চেন্নাই সিটি এফ সি।