Qatar 2022 FIFA World Cup : বদলে গেল সূচি! কবে শুরু হচ্ছে বিশ্বকাপ? জেনে নিন

Qatar 2022 FIFA World Cup : প্রথম ম্যাচের হাত ধরে বিশ্বকাপ একদিন আগে শুরু হলেও ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। গত চারটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেছে আয়োজক দেশ। এ বারের সূচিতেও প্রথম দিন ২১ নভেম্বরেই ছিল কাতার-ইকুয়েডর ম্যাচ। কিন্তু সেটি ছিল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ। সেই ম্যাচটিই এক দিন এগিয়ে আনা হল। 

Updated By: Aug 10, 2022, 07:22 PM IST
Qatar 2022 FIFA World Cup : বদলে গেল সূচি! কবে শুরু হচ্ছে বিশ্বকাপ? জেনে নিন
বদলে গেল কাতার বিশ্বকাপের সূচি। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বদলে ফেলা হল আসন্ন কাতার ফিফা বিশ্বকাপের (Qatar 2022 FIFA World Cup) সূচি। পুরনো সূচি অনুসারে ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। তবে সুত্রের খবর একদিন আগে অর্থাৎ ২০ নভেম্বর শুরু হবে বিশ্ব ফুটবলের মেগা প্রতিযোগিতা। 

পুরনো সূচি অনুসারে ২১ নভেম্বর সেনেগাল (Qatar) বনাম ইকুয়েডর (Ecuador) ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। তবে সুত্রের খবর ২০ নভেম্বর আয়োজক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে খেলার সুযোগ দিতেই নাকি সিদ্ধান্ত বদল করেছে ফিফা। 

আরও পড়ুন: Mamata Banerjee : 'অতুলনীয়' মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Achinta Sheuli, Mamata Banerjee : 'সোনার ছেলে'-কে পাঁচ লাখ টাকা অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কাউন্সিলের অনুমোদন পেতে সমস্যা হবে না বলে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি ছাড়াও কাউন্সিলের সদস্য মহাদেশীয় ফুটবল নিয়ামক সংস্থার প্রধানরা। কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর কাতার বিশ্বকাপ শুরুর নতুন দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে ফিফা।

তবে প্রথম ম্যাচের হাত ধরে বিশ্বকাপ একদিন আগে শুরু হলেও ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। গত চারটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলেছে আয়োজক দেশ। এ বারের সূচিতেও প্রথম দিন ২১ নভেম্বরেই ছিল কাতার-ইকুয়েডর ম্যাচ। কিন্তু সেটি ছিল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ। সেই ম্যাচটিই এক দিন এগিয়ে আনা হল। 

সূচি পরিবর্তনের ফলে ২১ নভেম্বরের সেনেগাল (Senegal) বনাম নেদারল্যান্ডস (Netherlands) ম্যাচটি হয়ে যাচ্ছে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ। ২১ নভেম্বর ইংল্যান্ড (England) বনাম ইরান (Iran) ম্যাচের সময়ও পরিবর্তন হচ্ছে না। তারা প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচের বদলে খেলবে তৃতীয় ম্যাচ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.