অ্যান্টিগায় প্রথম টেস্টে কী একাদশ হতে পারে ভারতের

কাল অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ও.ইন্ডিজের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে।

Updated By: Jul 20, 2016, 06:11 PM IST
অ্যান্টিগায় প্রথম টেস্টে কী একাদশ হতে পারে ভারতের

ওয়েব ডেস্ক: কাল অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ও.ইন্ডিজের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে।

পড়ুন- প্রথম টেস্টে কারা ফেভারিট

ভারত- মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভূবনেশ্বর কুমার, ইশান্ত কুমার,উমেশ যাদব।

রিজার্ভে- শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, অমিত মিশ্র, স্টুয়ার্ট বিনি।

(লোকেশ রাহুলের বদলে খেলার সম্ভাবনা রয়েছে ধাওয়ানের।)

আরও পড়ুন- ও.ইন্ডিজে টেস্ট সিরিজ কোহলিদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই পাঁচ কারণে

যদিও বলা হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট বৃহস্পতিবার সকালে পিচ দেখে সিদ্ধান্ত নেবে পাঁচ বোলার না চার বোলার নিয়ে মাঠে নামবে। যদিও কোচ অনিল কুম্বলে দুই স্পিনার নিয়েই মাঠে নামতে চান। কারন কুম্বলে এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করছেন অ্যান্টিগুয়ার পিচে কিছুটা ঘাস থাকায় শুরুতে পেসাররা সুবিধা পাবেন। তবে খেলা যত গড়াবে পিচ তত স্পিনারদের দখলে যাবে।

.