শনিবার রাতে ইউরোয় কঠিন চ্যালেঞ্জ পর্তুগালের

শনিবার রাতে ইউরোয় কঠিন চ্যালেঞ্জ পর্তুগালের। গ্রুপ লিগের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে তারা। ইউরোয় এখনও মেজাজে পাওয়া যায়নি রোনাল্ডোকে। সমালোচনা-বিতর্ক পেছনে ফেলে শনিবার রাতে জ্বলে উঠতে মরিয়া সিআরসেভেন। সমালোচনার ঝড় সামলে শনিবার রাতে ইউরোয় ফের নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্যারিসে পর্তুগাল বনাম অস্ট্রিয়া দ্বৈরথে সব নজর বিশ্বফুটবলের  বাদশার দিকে। আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুপার ফ্লপ সিআর সেভেন। বিপক্ষের পাতা ফাঁদে বারবার আটকে যান পর্তুগালের সেরা তারকা। ম্যাচ শেষে আইসল্যান্ডের ফুটবলারদের সঙ্গে রীতিমত বাগযুদ্ধে জড়িয়ে পরেন রোনাল্ডো।

Updated By: Jun 18, 2016, 07:27 PM IST
শনিবার রাতে ইউরোয় কঠিন চ্যালেঞ্জ পর্তুগালের

ওয়েব ডেস্ক: শনিবার রাতে ইউরোয় কঠিন চ্যালেঞ্জ পর্তুগালের। গ্রুপ লিগের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে তারা। ইউরোয় এখনও মেজাজে পাওয়া যায়নি রোনাল্ডোকে। সমালোচনা-বিতর্ক পেছনে ফেলে শনিবার রাতে জ্বলে উঠতে মরিয়া সিআরসেভেন। সমালোচনার ঝড় সামলে শনিবার রাতে ইউরোয় ফের নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্যারিসে পর্তুগাল বনাম অস্ট্রিয়া দ্বৈরথে সব নজর বিশ্বফুটবলের  বাদশার দিকে। আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুপার ফ্লপ সিআর সেভেন। বিপক্ষের পাতা ফাঁদে বারবার আটকে যান পর্তুগালের সেরা তারকা। ম্যাচ শেষে আইসল্যান্ডের ফুটবলারদের সঙ্গে রীতিমত বাগযুদ্ধে জড়িয়ে পরেন রোনাল্ডো।

ক্লাব ফুটবলে তিনি সেরা, অথচ জাতীয় দলের জার্সি রোনাল্ডো ফ্লপ। বিশ্বফুটবলে প্রচলিত এই মিথ ভাঙার জন্য এবারের ইউরোই সেরা মঞ্চ ফুটবলের পোস্টার বয়ের কাছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে তাই চেনা মেজাজে ফিরতে চাইছেন রোনাল্ডো। প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর চাপে পর্তুগালও। তার ওপর ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা অস্ট্রিয়াকে হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই। দলে রয়েছেন বায়ার্ন মিউনিখের পরিচিত মুখ ডেভিড আলবা। জয়ে ফিরতে জোড়া পরিবর্তন করতে পারেন পর্তুগালের কোচ ফার্নান্ডো স্যান্টোস। প্রথম একাদশে আসতে পারেন কোরেসমো ও রেনাতো স্যাঞ্চেজ।

.