রবিবার ভোরে কোপায় ফের মেসি ম্যাজিকের অপেক্ষা
রবিবার ভোরে কোপায় মেসি ম্যাজিকের অপেক্ষা। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রবিবার শুরু থেকেই খেলতে পারেন মেসি। তবে চোটের কারণে অনিশ্চিত দি মারিয়া। আর্জেন্টিনাকে কোপার সেমিফাইনালে তোলার হাতছানি ফুটবলের যুবরাজ লিওনেল মেসির সামনে। রবিবার ভোরে তৃতীয় কোয়ার্টার ফাইনালে এবারের কোপার ডার্ক হর্স ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে জেরার্ডো মার্টিনোর দল। এক বছরের ব্যবধানে দুবার কোপার শেষ চারে ওঠার সুযোগ সার্গেই অ্যাগুয়েরোদের সামনে। গ্রুপ লিগে স্বপ্নের ফর্মে ছিলেন মেসিরা।
ওয়েব ডেস্ক: রবিবার ভোরে কোপায় মেসি ম্যাজিকের অপেক্ষা। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রবিবার শুরু থেকেই খেলতে পারেন মেসি। তবে চোটের কারণে অনিশ্চিত দি মারিয়া। আর্জেন্টিনাকে কোপার সেমিফাইনালে তোলার হাতছানি ফুটবলের যুবরাজ লিওনেল মেসির সামনে। রবিবার ভোরে তৃতীয় কোয়ার্টার ফাইনালে এবারের কোপার ডার্ক হর্স ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে জেরার্ডো মার্টিনোর দল। এক বছরের ব্যবধানে দুবার কোপার শেষ চারে ওঠার সুযোগ সার্গেই অ্যাগুয়েরোদের সামনে। গ্রুপ লিগে স্বপ্নের ফর্মে ছিলেন মেসিরা।
টানা তিন ম্যাচে জয়ের পাশাপাশি দশ গোল দিয়েছিলেন হিগুয়েনরা। তবে গ্রুপ লিগ ভুলে নক আউট থেকে নতুন করে শুরু করতে চাইছেন মেসিরা। কাগজে-কলমে দুই দলের শক্তি বিচার করলে মনে হতে পারে যে সহজেই ভেনেজুয়েলাকে হারিয়ে শেষ চারে চলে যাবে আর্জেন্টিনা। তবে ভেনেজুয়েলাকে একেবারেই হালকাভাবে দেখতে নারাজ মেসিরা। কেননা গ্রুপ লিগে উরুগুয়েকে হারাবার পাশাপাশি আটকে দিয়েছিল মেক্সিকোকেও আটকে দিয়েছিল ভেনেজুয়েলা। চোটের কারণে কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত দি মারিয়া। তবে রবিবার ভোরে শুরু থেকেই খেলতে পারেন লিও মেসি। সামনে হিগুয়েনকে রেখে তার ঠিক পেছনে মেসি,লাভেজ্জি আর অ্যাগুয়েরোকে রেখে দল সাজাতে পারেন মার্টিনহো। তবে আর্জেন্টিনা শিবির তাকিয়ে মেসির দিকে। এবারের কোপায় মাত্র সাতাত্তর মিনিট খেলেই মেসির নামের পাশে তিন গোল আর একটা অ্যাসিস্ট। তাই ফুটবলের ম্যাজিশিয়ানকে আটকানোই চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেনেজুয়েলার সামনে।