প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ভারতে খেলার ভিসা পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার জন্য ভিসা পেলেন ফয়সালাবাদ উলভসের ক্রিকেটাররা। প্রথমে নিরাপত্তার কারনে ভারতে খেলতে আসার জন্য ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ইসলামাবাদের ভারতীয় দূতাবাস সূত্রে  জানা গেছে আজই ভিসা দিয়ে দেওয়া হবে। যাবতীয় বিতর্ক কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার জন্য ভিসা পেলেন ফয়সালাবাদ উলভসের ক্রিকেটাররা।

Updated By: Sep 13, 2013, 05:49 PM IST

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার জন্য ভিসা পেলেন ফয়সালাবাদ উলভসের ক্রিকেটাররা। প্রথমে নিরাপত্তার কারনে ভারতে খেলতে আসার জন্য ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ইসলামাবাদের ভারতীয় দূতাবাস সূত্রে  জানা গেছে আজই ভিসা দিয়ে দেওয়া হবে। যাবতীয় বিতর্ক কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার জন্য ভিসা পেলেন ফয়সালাবাদ উলভসের ক্রিকেটাররা।
ইসলামাবাদে ভারতীয় দূতাবাস সূত্রে এমনটাই জানা গেছে। পাক দলের ক্রিকেটারদের নিরাপত্তার কারনে প্রথমে ভিসা না দেওয়ার কথা বলা হয়েছিল। আজই ক্রিকেটারদের ভিসা দিয়ে দেওয়া হবে। এরপরই শনিবার ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছেন পাক দলটি। ১৭ সেপ্টেম্বর মোহালিতে ওটাগো ভোল্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে উলভস। পাক অধিনায়ক মিসবা উল হক, আজমলদের জিম্বাবোয়ে সফর শেষে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।

.