দিল্লিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Updated By: Jul 28, 2017, 08:59 AM IST
দিল্লিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: দিল্লিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিথালি, ঝুলনদের সঙ্গে একটি চ্যাট সেশনে মোদী জানান মহিলা ক্রিকেট দলের এই সাফল্যে গোটা দেশ গর্বিত। হরমনপ্রীতদের কৃতিত্বকে কুর্নিশ জানান মোদী। প্রধানমন্ত্রী জানান ফাইনালে দলের হারকেই গোটা দেশ জয় হিসাবে দেখছে। এরই পাশাপাশি ম্যাচে চাপ সামলাতে ক্রিকেটারদের যোগ করার পরামর্শ দিলেন মোদী। মিথালিরাও প্রধানমন্ত্রীকে গোটা দলের ক্রিকেটারদের সই করা একটি ব্যাট উপহার দেন।

আরও পড়ুন বিশ্বকাপ পাননি তো কী, বহুমূল্যের উপহার পেতে চলেছেন মিতালি রাজ

অন্যদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধিত করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলও। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক মহিলা ক্রিকেটারের হাতে পঞ্চাশ লক্ষ টাকা তুলে দেন বোর্ডের কার্যকারী সভাপতি সি কে খান্না।বিশ্বকাপে রার্নাস হয়ে বুধবারই দেশে ফিরে মিথালি , ঝুলনরা জনজোয়ারে ভেসে গিয়েছিলেন । বৃহস্পতিবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যকে কুর্নিশ জানাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক । এদিন দিল্লিতে মিথালি, হরমনপ্রীতদের সংবর্ধিত করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছাড়াও এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন রেল মন্ত্রী সুরেশ প্রভু এবং বোর্ডের কার্যকারী সভাপতি সি কে খান্না । ক্রীড়ামন্ত্রীর দাবি ঝুলন , মিথালিদের এই সাফল্য দেশের সমস্ত বিভাগের মহিলা ক্রীড়াবিদদের প্রেরনা যোগাবে।পূর্ব ঘোষনা অনুযায়ী এই সংবর্ধনা মঞ্চে বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক মহিলা ক্রিকেটারের হাতে ৫০ লক্ষ টাকা তুলে দেন বোর্ডের কার্যকারী সভাপতি সি কে খান্না ।

আরও পড়ুন  জানেন ব্রেট লি-র দশ বছরের ছেলে কোন ক্রিকেটারের ভক্ত?

.