আমন্ত্রিত হলেও ইউরোর ফাইনাল দেখতে প্লাতিনির হাজির থাকা অনিশ্চিত!

আমন্ত্রিত হলেও ইউরোর ফাইনাল দেখতে প্যারিসের মাঠে মিশেল প্লাতিনির হাজির থাকা অনিশ্চিত। উয়েফার প্রাক্তন সভাপতি কার্যত গোটা টুর্নামেন্টই এড়িয়ে গিয়েছেন। মাঠে তাকে খুব একটা দেখা যায়নি। এরপরও অবশ্য প্লাতিনির কাছে ফাইনাল দেখতে আসার আমন্ত্রণপত্র পৌছে গিয়েছে বলে জানিয়েছেন উয়েফার বর্তমান কর্তারা। আর্থিক দূর্ণীতির কারণে কয়েকমাস আগে উয়েফার সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন প্লাতিনি।

Updated By: Jul 9, 2016, 07:58 PM IST
আমন্ত্রিত হলেও ইউরোর ফাইনাল দেখতে প্লাতিনির হাজির থাকা অনিশ্চিত!

ওয়েব ডেস্ক: আমন্ত্রিত হলেও ইউরোর ফাইনাল দেখতে প্যারিসের মাঠে মিশেল প্লাতিনির হাজির থাকা অনিশ্চিত। উয়েফার প্রাক্তন সভাপতি কার্যত গোটা টুর্নামেন্টই এড়িয়ে গিয়েছেন। মাঠে তাকে খুব একটা দেখা যায়নি। এরপরও অবশ্য প্লাতিনির কাছে ফাইনাল দেখতে আসার আমন্ত্রণপত্র পৌছে গিয়েছে বলে জানিয়েছেন উয়েফার বর্তমান কর্তারা। আর্থিক দূর্ণীতির কারণে কয়েকমাস আগে উয়েফার সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন প্লাতিনি।

আরও পড়ুন এই মুহূর্তে বিশ্বের সেরা ৭ ফুটবলার যাঁরা ৭ নম্বর জার্সি পরে খেলেন

তারপর ফুটবল থেকে দুরেই থেকেছেন ফরাসি এই কিংবদন্তী। পদ ছেড়ে দিলেও প্লাতিনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উয়েফার বর্তমান কর্তারা। প্লাতিনি দায়িত্ব না নিলে ফ্রান্সে এই ইউরোই করা যেত না বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন  এবারের ইউরো কাপ জিতবে পর্তুগাল!

.