অভিনব সংগ্রহশালা: ব্লেডস অফ গ্লোরি

ব্লেডস অফ গ্লোরি নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে দুষ্প্রাপ্য জিনিসের এক বিশেষ সম্ভার। হ্যাঁ ঠিকই, দুষ্প্রাপ্য জিনিসেরই সম্ভার বটে। ক্রিকেটের যাবতীয় স্মৃতি বিজড়িত স্মারক নিয়ে এই মিউজিয়াম গড়ে তুলেছেন রোহন পাতে নামে এক পুণের ক্রিকেটপ্রেমী।

Updated By: May 26, 2012, 10:41 PM IST

ব্লেডস অফ গ্লোরি নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে দুষ্প্রাপ্য জিনিসের এক বিশেষ সম্ভার। হ্যাঁ ঠিকই, দুষ্প্রাপ্য জিনিসেরই সম্ভার বটে। ক্রিকেটের যাবতীয় স্মৃতি বিজড়িত স্মারক নিয়ে এই মিউজিয়াম গড়ে তুলেছেন রোহন পাতে নামে এক পুণের ক্রিকেটপ্রেমী।
সচিন তেন্ডুলকরের ব্যাট দিয়ে শুরু। রোহন ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে স্মারক নিয়ে গড়ে তুলেছেন ক্রিকেটের এই মিউজিয়াম। কিংবদন্তী  ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সোয়েটার, ম্যালকম মার্শালের টুপি, মুরলিথরনের আটশো উইকেটের রেকর্ড গড়া টেস্টের টি-শার্ট সাজিয়ে রেখেছেন একটি ঘরে। কোনও ঘরে সাজানো আছে বিখ্যাত টেস্ট ক্রিকেটারদের জিনিসপত্র। কোথাও আবার রেখেছেন প্রতিটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যদের স্বাক্ষর করা ব্যাট। মিউজিয়ামে আছে কেরি প্যাকার সিরিজের ক্রিকেটীয় সরঞ্জামও।
তবে একটু আলাদা করেই সাজিয়ে রেখেছেন সচিনের ব্যবহার করা বিভিন্ন ধরনের ব্যাট।

.