ISL রানার্স হয়েও এএফসি কাপে খেলা হচ্ছে না চেন্নাইয়নের, কপাল খুলে গেল বেঙ্গালুরুর
প্রাথমিকভাবে ঠিক ছিল আইএসএল রানার্স হওয়ার সুবাদে এএফসি কাপ এর প্লে-অফে খেলবে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলটি।
নিজস্ব প্রতিবেদন: আইএসএলে রানার্স হয়েও এএফসি কাপে খেলা হচ্ছে না চেন্নাইয়ন এফসি-র। উল্টে আইএসএল-এর গ্রুপ লিগের তৃতীয় হয়েও কপাল খুলে গেল বেঙ্গালুরু এফসির। আগামী মরশুমে এএফসি কাপ এর গ্রুপ লিগের প্লে-অফে খেলার ছাড়পত্র পেলেন সুনীল ছেত্রীরা।
BIG UPDATE! Following ATK MB's decision to assume a spot in the Group Stage of the @AFCCup by virtue of Mohun Bagan being I-League champions, Bengaluru FC have been granted a spot in Qualifying for #AFCCup2021, as the third-best placed team in the ISL League table. #BluesInAsia pic.twitter.com/9ZiSsGeFCC
— Bengaluru FC (@bengalurufc) June 4, 2020
প্রাথমিকভাবে ঠিক ছিল আইএসএল রানার্স হওয়ার সুবাদে এএফসি কাপ এর প্লে-অফে খেলবে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলটি। ফেডারেশন সূত্রের খবর, এএফসি-র নির্দেশেই সেই জায়গা খেলতে চলেছে বেঙ্গালুরু। কেননা আইএসএল-এর চ্যাম্পিয়ন দল আর আইএসএলের গ্রুপ লিগে রানার্স দল এটিকে। কিন্তু মোহনবাগানের সঙ্গে হাত মেলানোয় তারা সরাসরি এএফসি কাপ এর গ্রুপ পর্বে খেলবে। আই লিগ চ্যাম্পিয়ন হওয়াতে এএফসি কাপে সরাসরি খেলার ছাড়পত্র আগেই পেয়েছে মোহনবাগান। অন্যদিকে আইএসএলের গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে এফসি গোয়া। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তারা।
আরও পড়ুন - চরম হতাশায় ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার...