আট বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম দিন কী করলেন পার্থিব প্যাটেল?
দীর্ঘ আট বছর পর ফের জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামলেন তিনি। পার্থিব প্যাটেল। যখন ভারতীয় দলে প্রথম সূযোগ পেয়েছিলেন, তখন ছিলেন নাবালক। তারপর ধীরে ধীরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। ২০০৮-এর পর আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে টেস্ট খেলতে নামেননি। ঋদ্ধিমান সাহার চোটের জন্য মোহালি টেস্টে মাঠে নামলেন তিনি। এত বছর পর দেশের জার্সিতে মাঠে নেমে টেস্টে কেমন গেল, তাঁর প্রথম দিন?
ওয়েব ডেস্ক: দীর্ঘ আট বছর পর ফের জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামলেন তিনি। পার্থিব প্যাটেল। যখন ভারতীয় দলে প্রথম সূযোগ পেয়েছিলেন, তখন ছিলেন নাবালক। তারপর ধীরে ধীরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। ২০০৮-এর পর আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে টেস্ট খেলতে নামেননি। ঋদ্ধিমান সাহার চোটের জন্য মোহালি টেস্টে মাঠে নামলেন তিনি। এত বছর পর দেশের জার্সিতে মাঠে নেমে টেস্টে কেমন গেল, তাঁর প্রথম দিন?
আরও পড়ুন ইংল্যান্ডের মতো এমন পরিস্থিতি বিশ্বের কোনও দলে চলতি বছরে নেই!
বিরাট কিছু ভালো না গেলেও, খারাপও গেল না পার্থিবের। ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুকের ক্যাচ তিনিই ধরেন। আর একজন উইকেটকিপারের যেখানে পারদর্শীতা দেখানোর সেরা সূযোগ, সেটা হল স্টাম্প আউট। এত বছর পর খেলতে নেমে প্রথম দিনেই পার্থিব স্টাম্প আউট করলেন বেন স্টোকসকে। ৮ বছর পর জাতীয় দলে ফিরে প্রথম দিনের পারফরম্যান্স মন্দ নয়, কী বলেন?
আরও পড়ুন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার নাগরিক!