অবসর নিয়েই নতুন দায়িত্বে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিলেন পার্থিব প্যাটেল
বুধবার টুইটারে নিজের অবসরের সিদ্ধান্ত জানান পার্থিব প্যাটেল।
নিজস্ব প্রতিবেদন: বুধবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পার্থিব প্যাটেল। পরের দিনই নতুন দায়িত্ব নিলেন গুজরাটের উইকেটরক্ষক ব্যাটসম্যান। যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ানসে।
আরও পড়ুন - কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় কথা বললেন স্মিথ
আগে তিন বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ানস দলে খেলেছিলেন পার্থিব প্যাটেল। তবে এবার অবসরের পর ট্যালেন্ট স্কাউট হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গে যুক্ত হলেন পার্থিব।
@parthiv9 understands our ideology, the DNA of #MumbaiIndians and what we are trying to create at MI. We welcome him to our #OneFamily.” - Akash Ambani
Read more https://t.co/qGY6v7jH9u
— Mumbai Indians (@mipaltan) December 10, 2020
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ানসের তরফে এক প্রেস বিবৃতিতে জানান হয়েছে।পার্থিবকে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্ণধার আকাশ আম্বানি। নতুন দায়িত্ব পেয়ে খুশি পার্থিবও। পুরনো দলে আবার নতুন দায়িত্ব পেয়ে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বুধবার টুইটারে নিজের অবসরের সিদ্ধান্ত জানান পার্থিব প্যাটেল। কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেকের ১৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। দেশের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ এবং ৩৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পার্থিব। খেলেছেন মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচ।
আরও পড়ুন - ধোনি নন, কিং কোহলিকে দশকের সেরা একদিনের প্রভাবশালী ক্রিকেটার বললেন গাভাসকর