UEFA Champions League এ কে কার মুখোমুখি? দেখা যেতে পারে কি মেসি-রোনাল্ডো ডুয়েল!
এবার ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: প্রতীক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপবিণ্যাস ঘোষণা করে দিল উয়েফা। আর কয়েক দিনের অপেক্ষা। সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরোপের সেরা ক্লাব হওয়াল লড়াই। চলতি বছর গ্রুপ পর্যায়ের খেলাগুলি হবে সেপ্টেম্বরের ১৪, ১৫ ২৮ ও ২৯। অক্টোবরের ১৯ ও ২০। নভেম্বরের ২,৩, ২৩ ও ২৪। ডিসেম্বরের ৭ ও ৮।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ইংলিশ প্রিমিয়র লিগে ফিরছেন রোনাল্ডো! ছাড়ছেন জুভেন্তাস
এবার ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবারের গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে গ্রুপ বি-কে। সেখানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান। ম্যাঞ্চেস্টার সিটি যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়ে নেয়, তাহলে ফুটবল বিশ্বে ফের একবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ দেখা যাবে। কারণ গ্রুপ এ তে মেসির প্যারিস সাঁ জাঁ-র সঙ্গেই রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
(@ChampionsLeague) August 26, 2021
দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপবিণ্যাস:
গ্রুপ এ: ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সাঁ জাঁ, আরবি লিপজিগ, ক্লাব ব্রাজেস
গ্রুপ বি: অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান
গ্রুপ সি: স্পোর্টিং লিসবন, বরুয়িয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস
গ্রুপ ডি: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, শাখতার দোনেস্ক, শেরিফ তিরাসপোল
গ্রুপ ই: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ
গ্রুপ এফ: ভিয়ারিয়াল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আটলান্টা, ইয়ং বয়েজ
গ্রুপ জি: লিলে, সেভিয়া, সালসবার্গ, উলভসবার্গ
গ্রুপ এইচ: চেলসি, জুভেন্টাস, জেনিথ, মালমো
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)