কোনও বল না করেই ৮ রান দিয়ে লজ্জার রেকর্ড পাক স্পিনার রহমানের
০-০-৮-০। এমন স্পেলের কথা কখনও শুনেছেন! এমনই কাণ্ড ঘটালেন পাকিস্তানের স্পিনার আবদুর রহমান। মঙ্গলবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে রহমান কোনও স্বীকৃত বল না করেই ৮ রান দিলেন।
০-০-৮-০। এমন স্পেলের কথা কখনও শুনেছেন! এমনই কাণ্ড ঘটালেন পাকিস্তানের স্পিনার আবদুর রহমান। মঙ্গলবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে রহমান কোনও স্বীকৃত বল না করেই ৮ রান দিলেন।
৩৪ বছরের বাঁ হাতি স্পিনার রহমান তাঁর স্পেলের প্রথম বল করেন বাংলাদেশের ইমরান কায়েজকে। প্রথম ডেলিভারির রহমানের সময় হাত থেকে পিছলে গিয়ে বল ইমরানের কোমরের ওপর ওঠে এবং অনেকটা বাইরে দিয়ে যায়। নিয়ম মেনে ওয়াইড বল দেন আম্পায়ার জোহান ক্লোটে।
দ্বিতীয় বল আবার ব্যাটসম্যানের বুকের ওপর দিয়ে উঠে `বিমার` হয়ে যায়। ইমরান নিজেকে বাঁচাতে ব্যাট এগোতে গেলে ক্যাচ আউট হয়ে যান। এবার আম্পায়ার নো বল ডাকেন। ইমরান কায়েজ নো বলে সিঙ্গলস নেন।
তৃতীয় বারের চেষ্টাতে ব্যাটসম্যান আনামুল হকের কোমরের ওপর ফুল টস করেন রহমান। মিড উইকেটের ওপর দিয়ে চার রান মারেন কায়েজ। নিয়ম মেনে এবারও আম্পায়ার নো বলের ডাক দেন। আইসিসির নিয়ম অনুযায়ী পরপর তিনটি অবৈধ ডেলিভারি করায় আর বল করার সুযোগ পাননি রহমান। দিনের শেষে তাই রহমানের বোলিং হিসাব। ০-০-৮-০।