হাফিজের ডবল সেঞ্চুরি, খুলনা টেস্টে দিশেহারা বাংলাদেশ

ওয়ানডে, টি২০-তে অসাধারণ জয় ছিনিয়ে নিলও টেস্টের পরীক্ষায় দিশেহারা বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৩২ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ণভোজের বিরতিতে পাকিস্তান ৪ উইকেটে ৪০৩। বড় রানে লিড নিতে লড়ছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলারদের নির্বিষ বোলিংকে নিয়ে ছেলেখেলা করে দ্বিশতরান করলেন পাক ওপেনার মহম্মদ হাফিজ(২২৪)।

Updated By: Apr 30, 2015, 02:05 PM IST
হাফিজের ডবল সেঞ্চুরি, খুলনা টেস্টে দিশেহারা বাংলাদেশ

ওয়েব ডেস্ক: ওয়ানডে, টি২০-তে অসাধারণ জয় ছিনিয়ে নিলও টেস্টের পরীক্ষায় দিশেহারা বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৩২ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ণভোজের বিরতিতে পাকিস্তান ৪ উইকেটে ৪০৩। বড় রানে লিড নিতে লড়ছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলারদের নির্বিষ বোলিংকে নিয়ে ছেলেখেলা করে দ্বিশতরান করলেন পাক ওপেনার মহম্মদ হাফিজ(২২৪)।

বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলির সঙ্গে হাফিজের আগের দিনের ১৭৭ রানের জুটিকে ২২৭ পর্যন্ত এগিয়ে নেওয়ার পর আঘাত হানেন শুভাগত হোম চৌধুরী। আজহার আউঠ হন ৭৭ রানে।
 
তৃতীয় উইকেটে হাফিজের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান ইউনুস খান (৩৩)। তাইজুল ইসলামের বলে বোল্ড হন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
 
অধিনায়ক মিসবা-উল-হকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ হাফিজ (২২৪)। শুভাগতের লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন তিনি।

.