হার্দিকের হাতের জাদুতে পাকিস্তান গুটিয়ে গেল ৮৩ রানে!

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে অসহায় দেখাচ্ছে পাকিস্তানকে। ভারতের সামনে কোনও লড়াই অন্তত প্রথম অর্ধে দেখাতে পারল না পাকিস্তান। লড়াই তো দূর বরং অসহায় আত্মসমর্পন করল পাকিস্তান। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিং বেশি স্ট্রং। আর পাকিস্তানের বোলিং স্ট্রং। ম্যাচ শুরুর আগে এই ছিল সবার বক্তব্য। কিন্তু খেলা শুরু হতেই দেখা গেল, ভারতের বোলাররাও কম যান না।

Updated By: Feb 27, 2016, 08:41 PM IST
হার্দিকের হাতের জাদুতে পাকিস্তান গুটিয়ে গেল ৮৩ রানে!

ওয়েব ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে অসহায় দেখাচ্ছে পাকিস্তানকে। ভারতের সামনে কোনও লড়াই অন্তত প্রথম অর্ধে দেখাতে পারল না পাকিস্তান। লড়াই তো দূর বরং অসহায় আত্মসমর্পন করল পাকিস্তান। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিং বেশি স্ট্রং। আর পাকিস্তানের বোলিং স্ট্রং। ম্যাচ শুরুর আগে এই ছিল সবার বক্তব্য। কিন্তু খেলা শুরু হতেই দেখা গেল, ভারতের বোলাররাও কম যান না।

মাত্র ৮৩ রানে ভারতের সামনে গুটিয়ে গেল পাকিস্তান। একাই তিন উইকেট নিলেন হার্দিক পাণ্ডিয়া। ২ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। আর একটি করে উইকেট পেলেন নেহরা, বুমরা এবং অশ্বিন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করলেন সরফরাজ আহমেদ (২৫)। এছাড়া আর ২ অঙ্কের রান করতে পেরেছেন শুধু খুরাম মনজুর। তাঁর অবদান (১০)। হাফিজ করেন (৪), সার্জিল খান (৭), শোয়েব মালিক (৪), উমর আকমল (৩), শাহিদ আফ্রিদি (২), ওয়াহাব রিয়াজ (৪), শামি (৮), আমির (১)। জেতার জন্য ভারতকে করতে হবে মাত্র ৮৪!

.