অ্যারোজের তিরে বিদ্ধ বিমান, চার্চিলের বড় জয়
আই লিগে তাদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল আগামীর ভারতীয় তারকাদের নিয়ে গড়া দল পৈলান অ্যারোজ। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পৈলান অ্যারোজ ২-১ গোলে হারাল এয়ার ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে মুম্বই এফসিকে ৩-২ গোলে হারানোর পর পৈলান অ্যারোজের তিরে এবার বিদ্ধ এয়ার ইন্ডিয়া।
পৈলান অ্যারোজ (২) এয়ার ইন্ডিয়া (১)
।। চার্চিল (৫) ওএনজিসি (০)
আই লিগে তাদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল আগামীর ভারতীয় তারকাদের নিয়ে গড়া দল পৈলান অ্যারোজ। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পৈলান অ্যারোজ ২-১ গোলে হারাল এয়ার ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে মুম্বই এফসিকে ৩-২ গোলে হারানোর পর পৈলান অ্যারোজের তিরে এবার বিদ্ধ এয়ার ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ান কোচ আর্থার পাপাসের জাদুতে ভারতীয় ফুটবলের `যুবশক্তি` পৈলান অ্যারোজ এখন আই লিগে সবার আগে। অথচ গতবার আই লিগে ২৬ টা ম্যাচ খেলে এই দলটাই পেয়েছিল মাত্র দুটো জয়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন জোর করে এমন একটা দলকে আই লিগের মত প্রতিযোগিতায় জোর করে খেলিয়ে যাওয়ার মানে কি? তাই পাপাসের মত কোচকে নিয়ে এসে চ্যালেঞ্জ নিয়ে ছিলেন এআইএফএফ কর্তারা। প্রথম দুটি ম্যাচ যদি সূচক হয় তাহলে পৈলান কিন্তু অনেকের মাথাব্যথার কারণ হতে চলেছে।
অন্যদিকে ডার্বি হারের ধাক্কা কাটিয়ে এবারের আই লিগে প্রথম জয় পেল সুভাষ ভৌমিকের দল চার্চিল ব্রাদার্স। গোয়ায় চার্চিল ৫-০ গোলে হারাল ওএনজিসি। হ্যাটট্রিক করলেন আক্রাম মোগরাবি। রন্টির পর এবারের আই লিগে এটা দ্বিতীয় হ্যাটট্রিক।