হার্দিক পাণ্ডিয়া-কেএল রাহুলের পাশেই থাকছেন শ্রীসন্থ

এসবের মাঝেই পাণ্ডিয়া-রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন শান্তাকুমার শ্রীসন্থ।

Updated By: Jan 15, 2019, 09:02 AM IST
হার্দিক পাণ্ডিয়া-কেএল রাহুলের পাশেই থাকছেন শ্রীসন্থ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক দুই বিতর্কিত চরিত্র হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন আর এক বিতর্কিত ক্রিকেটার এস শ্রীসন্থ। তিনি খোলামেলা জানিয়ে দেন, অনেকে এর চেয়ে বড় অন্যায় করেও পার পেয়ে গিয়েছেন।

আরও পড়ুন - নিঃশর্ত ক্ষমা চাইলেন পাণ্ডিয়া-রাহুল, বিশেষ সাধারণ সভার প্রস্তাব বোর্ড সদস্যদের!

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম সিরিজ জয় কিংবা একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হার। এসব আলোচনাকে ছাপিয়ে এখন ভারতীয় ক্রিকেটে মুখরোচক আলোচনার মশলা হলেন হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল। কফি উইথ করণ শো-তে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এখন নির্বাসনে ওই দুই ক্রিকেটার। তাদের শাস্তি নিয়েও বোর্ডের অন্দরে নাটক চলছেই। এসবের মাঝেই পাণ্ডিয়া-রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন শান্তাকুমার শ্রীসন্থ। দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, " হ্যাঁ যেটা ঘটেছে সেটা ভুল। তারা যেটা বলেছে সেটা ভুল। কিন্তু আগে আরও অনেকে রয়েছে যারা এর থেকেও বেশি অন্যায় করেছে। এবং তারা এখনও খেলছে। শুধুমাত্র ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলোতেও। সেই সব লোকেরাই এখন মন্তব্য করছে। তাই তারা সুযোগ পেলেই ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে।"

আরও পড়ুন - এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের, সরে দাঁড়ালেন কোচ স্টিফেন কনস্টানটাইন

সেই সঙ্গে বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে শ্রীসন্থ বলেন,"আমি শুধু এটুকুই বলব, যে ওরা যেটা করেছে সেটা অন্যায়।  কিন্তু বিশ্বকাপ যে একেবারে দোরগোড়ায়।হার্দিক এবং রাহুল দুজনেই ভালো ক্রিকেটার।  ওরা দুজনেই ম্যাচ উইনার্স। পরে হোক বা আগে দুজনেই মাঠে ফিরবে আবার। ক্রিকেট ছেড়ে দূরে থাকাটা যে কতটা কঠিন সেটা বুঝি। আমি মনে করি বিসিসিআই ওদের খুব শীর্ঘই খেলার অনুমতি দেবে।"    

 

.