'কোনও কথা নয়, নিন্দনীয় নরহত্যার' দায়ে জেলেই যেতে হবে ব্লেড রানারকে

নিজের প্রেমিকা রিভাকে খুনের অহিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন ব্লেড রানার অস্কার পিক্টোরিয়াস। নিন্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন 'ব্লেড রানার' অস্কার পিক্টোরিয়াস। বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ওই মামলার শুনানিতে পিক্টোরিয়াসের আইনজীবীর কোনও যুক্তিই শোনেননি সুপ্রিম কোর্টের বিচারপতি।  উল্টে এত দিন গৃহ বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের রায়, 'নিন্দনীয় নরহত্যার' দায়ে জেলে যেতে হবে অস্কার পিক্টোরিয়াসকে।

Updated By: Dec 3, 2015, 05:04 PM IST
'কোনও কথা নয়, নিন্দনীয় নরহত্যার' দায়ে জেলেই যেতে হবে ব্লেড রানারকে

ওয়েব ডেস্ক: নিজের প্রেমিকা রিভাকে খুনের অহিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন ব্লেড রানার অস্কার পিক্টোরিয়াস। নিন্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন 'ব্লেড রানার' অস্কার পিক্টোরিয়াস। বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ওই মামলার শুনানিতে পিক্টোরিয়াসের আইনজীবীর কোনও যুক্তিই শোনেননি সুপ্রিম কোর্টের বিচারপতি।  উল্টে এত দিন গৃহ বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের রায়, 'নিন্দনীয় নরহত্যার' দায়ে জেলে যেতে হবে অস্কার পিক্টোরিয়াসকে।

অক্টোবরে পেরোলে ছাড়া পেয়ে গৃহবন্দিই ছিলেন তিনি, কিন্তু এবার উচ্চ আদালতের নির্দেশে তাঁকে জেলেই যেতে হবে। আইনজীবী মহল মনে করছে প্রেমিকা রিভার নারকীয় হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত পিক্টোরিয়াসের অন্তত ১৫ বছরের কারাবাস হতে পারে।

.