শিল্ডে মুক্তিযোদ্ধার পরিবর্তে ওএনজিসি

অবশেষে জটিলতা কাটল আইএফএ শিল্ড নিয়ে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার পরিবর্তে শিল্ডে খেলছে ওএনজিসি। মোহনবাগানের দাবি মেনে সোমবার বিকেলে লটারিও হল আইএফএ অফিসে। লটারিতে অবশ্য পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। সাপ্রিসা থাকছে মোহনবাগানের গ্রুপেই। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে থাকছে ওএনজিসি। স্বচ্ছতা রাখতেই লটারি করা হয়েছে বলে জানিয়েছেন আইএফএ সচিব। লটারি করে গ্রুপের দল নির্ধারণ হওয়ায় খুশি মোহনবাগান কর্তারাও।

Updated By: Mar 5, 2013, 09:46 PM IST

অবশেষে জটিলতা কাটল আইএফএ শিল্ড নিয়ে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার পরিবর্তে শিল্ডে খেলছে ওএনজিসি। মোহনবাগানের দাবি মেনে সোমবার বিকেলে লটারিও হল আইএফএ অফিসে। লটারিতে অবশ্য পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। সাপ্রিসা থাকছে মোহনবাগানের গ্রুপেই। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে থাকছে ওএনজিসি। স্বচ্ছতা রাখতেই লটারি করা হয়েছে বলে জানিয়েছেন আইএফএ সচিব। লটারি করে গ্রুপের দল নির্ধারণ হওয়ায় খুশি মোহনবাগান কর্তারাও।
এদিকে কলকাতায় আইএফএ শিল্ড খেলতে এসে বাঙালি খাবারে মজেছেন কোস্টারিকার সাপ্রিসা দলের ফুটবলাররা। মাঠ আর মাঠের বাইরে বিদেশি দলটির নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলা নজর কেড়েছে সবার। তবে খাবার টেবিলে বাঙালি খাবারের মোহ কিছুতেই ছাড়তে পারছেন না সাপ্রিসা দলের ফুটবলাররা। সবচেয়ে বেশি তাদের মন টেনেছে মাছের পদগুলো।
 
আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ কোস্টারিকাকে খেলতে হবে যুবভারতীর ফিল্ডটার্ফে। তা নিয়ে অবশ্য কোনও অসন্তোষ নেই তাদের। কেননা কোস্টারিকাতেও অধিকাংশ মাঠই ফিল্ডটার্ফের। তবে যুবভারতীতে একদিনও অনুশীলন করতে না পেরে কিছুটা অসন্তুষ্ট বিদেশি দলটি। 

.