আজ এমন একজনের জন্মদিন, যিনি দেশের ক্রিকেট অধিনায়ক আবার টেনিসে ডেভিস কাপ খেলেছেন!

আজ ১৫ ডিসেম্বর। জন্মদিন এমন এক ক্রীড়াব্যক্তিত্বের যিনি একটা নয়, দু-দুটো খেলা চুটিয়ে খেলেছেন। একটা ক্রিকেট এবং আর একটা লন টেনিস।

Updated By: Dec 15, 2015, 07:29 PM IST
 আজ এমন একজনের জন্মদিন, যিনি দেশের ক্রিকেট অধিনায়ক আবার টেনিসে ডেভিস কাপ খেলেছেন!

ওয়েব ডেস্ক: আজ ১৫ ডিসেম্বর। জন্মদিন এমন এক ক্রীড়াব্যক্তিত্বের যিনি একটা নয়, দু-দুটো খেলা চুটিয়ে খেলেছেন। একটা ক্রিকেট এবং আর একটা লন টেনিস। ক্রিকেটে তিনি দেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি লন টেনিসেও দেশের হয়ে ডেভিস কাপ খেলেছেন।

বোঝা গেল, কার কথা বলছি? তিনি আসিফ করিম। কেনিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং ডেভিস কাপার। আজ ৫২ বছরে পা দিলেন প্রাক্তন এই কেনিয়ার অধিনায়ক। আসিফ করিম তাঁর ক্রিকেট জীবনে মোট ৩৪ টি একদিনের ম্যাচ খেলেছেন। তাতে রান করেছেন ২৮৮ এবং উইকেট পেয়েছেন ২৭ টি। তিন-তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ সালে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বোলিং আজও মানুষ মনে রেখেছে। মাত্র ৮.২ ওভার বল করে ৭ রানে  তিন উইকেট তুলে নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি।

 

.