রেলের ক্লার্ক থেকে অলিম্পিকের পদক জয়

ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব ইতিহাস রচনা করেছেন হরিয়ানা কন্যা ২৩ বছরের সাক্ষী। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা কুস্তিগির পদক জিতলেন। তবে এটা কিন্তু সাক্ষীর প্রথম পদক নয়, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস সবেতেই পদক ছিল এই কুস্তিগিরের। খবরের কাগজের খেলার পাতার ছোট্ট ছোট্ট খবরের শিরোনামে প্রায়ই থেকেছেন, তবে এবার ফ্রন্ট পেজের লিড নিউজ। ঘণ্টার পর ঘণ্টা তাঁকে নিয়ে শো। পাতায় পাতায় তাঁর ছবি। সাক্ষীকে এখন সবাই চেনেন। তবে এটা জানেন কি, অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক পেশায় একজন রেলের ক্লার্ক মাত্র! হ্যাঁ, এটাই বাস্তব। এখন তাঁকে অফিসার র‍্যাঙ্কে পদন্নোতি করারা কথা ভাবছে ভারতীয় রেল। অলিম্পিকের ব্রোঞ্জ পদকেই জীবনের ভোল বদলাতে শুরু করেছে সাক্ষীর। কীভাবে? দেখুন নিজেই।    

Updated By: Aug 19, 2016, 11:36 AM IST
রেলের ক্লার্ক থেকে অলিম্পিকের পদক জয়

ওয়েব ডেস্ক: ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব ইতিহাস রচনা করেছেন হরিয়ানা কন্যা ২৩ বছরের সাক্ষী। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা কুস্তিগির পদক জিতলেন। তবে এটা কিন্তু সাক্ষীর প্রথম পদক নয়, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস সবেতেই পদক ছিল এই কুস্তিগিরের। খবরের কাগজের খেলার পাতার ছোট্ট ছোট্ট খবরের শিরোনামে প্রায়ই থেকেছেন, তবে এবার ফ্রন্ট পেজের লিড নিউজ। ঘণ্টার পর ঘণ্টা তাঁকে নিয়ে শো। পাতায় পাতায় তাঁর ছবি। সাক্ষীকে এখন সবাই চেনেন। তবে এটা জানেন কি, অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক পেশায় একজন রেলের ক্লার্ক মাত্র! হ্যাঁ, এটাই বাস্তব। এখন তাঁকে অফিসার র‍্যাঙ্কে পদন্নোতি করারা কথা ভাবছে ভারতীয় রেল। অলিম্পিকের ব্রোঞ্জ পদকেই জীবনের ভোল বদলাতে শুরু করেছে সাক্ষীর। কীভাবে? দেখুন নিজেই।    

পদক জয়ের পর একগুচ্ছ পুরস্কারে পুরস্কৃত হবেন সাক্ষী, দেখে নিন একঝলকে- 
* হরিয়ানা সরকারের পক্ষ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা
* ভারতীয় রেলের পক্ষ থেকে ৬০ লাখ টাকা
* মধ্য প্রদেশের সরকারের পক্ষ থেকে ২৫ লাখ টাকা
* ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ২০ লাখ টাকা
* ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ লাখ টাকা
* ১৫ লাখ টাকা পুরস্কার দেবে JSW গ্রুপ   
* আন্তর্জাতিক ফিটনেস ফেস্টিভলের পক্ষ থেকে ৫ লাখ টাকা
* উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে রানি লক্ষ্মীবাই পুরস্কার (৩.১১ লাখ টাকা)
* ১ লাখ ১ হাজার টাকা সলমন খানের পক্ষ থেকে পাবেন সাক্ষী মালিক (এই পুরস্কার রিও অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন এমন সব অ্যাথেলিটরাই পাবেন)
* রেলের ক্লার্ক থেকে অফিসার র‍্যাঙ্কে পদোন্নতি হবে ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিকের    

.