#SaySorryToDaren -উত্তাল সোশ্যাল মিডিয়া; ক্ষুব্ধ স্বরা ভাস্করকে জবাব দিলেন সামি
#SaySorryToDaren এই ইস্যুতে সামি তথা বিশ্বের সব কৃষ্ণাঙ্গদের হয়ে গলা ফাটাতে শুরু করেন অভিনেত্রী স্বরা ভাস্কর সহ নেটিজেনদের একাংশ।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিসি অত্যাচারে মৃত্যুর পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন সামি তো ভারতে আইপিএল খেলতে এসে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন। আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় তাঁকে সতীর্থদের অনেকেই 'কালু' বলে ডাকতেন। এই অভিযোগের পর শোরগোল শুরু হয়। এমনকী সামি জানান, যে কে বা কারা তাঁকে ওই নামে ডাকত, সেটা সময় হলেই তিনি বলবেন। কিন্তু কারোর নাম তিনি বলেননি। তবে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তিনি।
Hey @IPL @SunRisers @KMaranOfficial @maran_kalanithi @BCCI
Considered apologising to @darensammy88 for the blatant racism he faced in #HydSunrisers ?? #Shame
Ishant Sharma called ex-Sunrisers Hyderabad teammate Daren Sammy 'kalu' in 2014 Instagram pichttps://t.co/6BZUcCbnvh— Swara Bhasker (@ReallySwara) June 12, 2020
এদিকে সামির অভিযোগ যে সত্য তার প্রমাণ মেলে- ২০১৪ সালে ইশান্ত শর্মার ইনস্টাগ্রাম পোস্টে ড্যারেন সামিকে 'কালু' বলে উল্লেখ করা হয়েছে। এদিকে #SaySorryToDaren এই ইস্যুতে সামি তথা বিশ্বের সব কৃষ্ণাঙ্গদের হয়ে গলা ফাটাতে শুরু করেন অভিনেত্রী স্বরা ভাস্কর সহ নেটিজেনদের একাংশ।
Racism is more normalized in India than imagined. From racial profiling to mob attacks against black students, we have seen it all
Such a pity that India's cricketers who are idolized by millions mocked @darensammy88 for the colour of his skin!#SaySorryToDaren #ThatsNotCricket https://t.co/nYFl6QHA47
— India Resists (@India_Resists) June 12, 2020
এদিকে 'কালু' কাণ্ডে বয়ান বদল করেন খোদ ড্যারেন সামি। হায়দরাবাদের এক প্রাক্তন সতীর্থের সঙ্গে কথা বলার পরেই সামির ইউ টার্ন দেখে ব্যাপক চটেছেন স্বরা ভাস্কর। তাঁর মতে গোটা বিষয়টি নিয়ে দেশের সম্মান জড়িয়ে রয়েছে।
Don’t get me wrong I’m not condoning what was done/said. I’m saying let’s use this opportunity to educate each other so it doesn’t happen again. One can only apologize if he/she feels wrong about something. I’m confident&proud to be black. That will never change https://t.co/HeA1Erwby3
— Daren Sammy (@darensammy88) June 12, 2020
এরপর পাল্টা দিয়েছেন সামিও। তিনি স্বরা ভাস্করকে লেখেন, কৃষ্ণাঙ্গ হয়ে তিনি নিজেকে গর্বিত মনে করেন। কিন্তু কাউকে জোর করে ক্ষমা চাওয়াতে তিনি রাজি নন।
আরও পড়ুন - হাঁটু মুড়ে বর্ণবৈষম্যে বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা!