দেশে অলিম্পিক আয়োজনের জন্য আবেদন ভারতীয় অলিম্পিক সংস্থার

ভারতে অলিম্পিক আয়োজন করার জন্য সরকারিভাবে দাবি জানাল ভারতীয় অলিম্পিক সংস্থা।

Updated By: Dec 3, 2018, 11:41 PM IST
দেশে  অলিম্পিক আয়োজনের জন্য আবেদন  ভারতীয় অলিম্পিক সংস্থার

নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: ভারতে কি বসতে পারে অলিম্পিকের আসর? এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতে অলিম্পিক আয়োজন করার জন্য সরকারিভাবে দাবি জানাল ভারতীয় অলিম্পিক সংস্থা।

আরও পড়ুন- ধোনির সঙ্গে কোনও বিরোধ ছিল না, অবসর নিয়েছিলেন নিজের সিদ্ধান্তেই!

ভারতে প্রথমবার অলিম্পিক হওয়ার সম্ভাবনা তৈরি হল। ভারতে অলিম্পিক আয়োজন করার জন্য আম্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে সরকারিভাবে দাবি জানাল ভারতীয় অলিম্পিক সংস্থা। ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব জানিয়েছেন ২০৩২ অলিম্পিকের জন্য বিড করার ব্যাপারে তারা ভীষণভাবে আগ্রহী। ইতিমধ্যেই বিড কমিটির সঙ্গে বৈঠকও করেছেন অলিম্পিক সংস্থার সচিব। প্রাথমিক ভাবে অলিম্পিক আয়োজনের দৌড়ে সবার আগে আছে রাজধানী দিল্লি আর মুম্বই। ২০৩২ অলিম্পিকের জন্য বিড প্রক্রিয়া শুরু হবে ২০২২ সালে। তার তিন বছর পর অলিম্পিক কারা আয়োজন করতে চলেছে,তা জানাবে IOC। ইতিমধ্যেই ভারতের সঙ্গে অলিম্পিক আয়োজনের ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছে ইন্দোনেশিয়া। 

আরও পড়ুন- এক ইনিংসে ১৭টা ছয়, যুবরাজকে ছুঁয়ে দ্বিশতরান করলেন অনূর্ধ্ব ১৯ তারকা

.