প্রয়াত অলিম্পিয়ান ফুটবলার Nikhil Nandy

আজ দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।  

Updated By: Dec 29, 2020, 11:14 PM IST
প্রয়াত অলিম্পিয়ান ফুটবলার Nikhil Nandy
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনা জয় করেও শেষরক্ষা হল না। প্রয়াত অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী (Nikhil Nandy)। পিকে ব্যানার্জি, চুনী গোস্বামীর পর এবার চলে গেলেন নিখিল নন্দীও। বছরের শেষ লগ্নে ময়দানে শোকের ছায়া।

বেশকিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নিখিল নন্দী (Nikhil Nandy)। সেপ্টেম্বর মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হলেও পরে কিডনির সমস্যা নিয়ে ৪৫ দিন ধরে  হাসপাতালে চিকিৎসা করা হয়। শেষ ১২ দিন বাড়িতে ফিরে এলেও শেষ রক্ষা হল না। আজ দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।  

আরও পড়ুন- মেলবোর্নে ৫ উইকেট, অস্ট্রেলিয়ায় অভিষেকেই এলিট ক্লাবে Mohammed Siraj

১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডার ছিলেন নিখিল নন্দী (Nikhil Nandy)। ভারতীয় ফুটবলের সোনালী অতীতের অন্যতম ফুটবলার ছিলেন তিনি।

নিখিল নন্দীর (Nikhil Nandy) নেতৃত্বে ইস্টার্ন রেল দলে খেলেছিলেন প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ময়দানে কোচিং করিয়েছেন তিনি। নিখিল নন্দী (Nikhil Nandy) বরাবরই খেলোয়াড়দের কাছে এক অনুপ্রেরণা।

আরও পড়ুন- বিরল নজির! মেলবোর্নে মুরলীকে টপকে গেলেন Ashwin

.