বিরল নজির! মেলবোর্নে মুরলীকে টপকে গেলেন Ashwin

মেলবোর্নে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের উইকেট নিয়ে মুরলীধরনকে (Muttiah Muralitharan) স্পর্শ করেছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 29, 2020, 05:19 PM IST
বিরল নজির! মেলবোর্নে মুরলীকে টপকে গেলেন Ashwin
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউডকে (Jos Hazlewood) আউট করতেই নতুন মাইলস্টোন স্পর্শ করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। সবচেয়ে বেশি বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনের (Muttiah Muralitharan)।

মেলবোর্নে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের উইকেট নিয়ে মুরলীধরনকে (Muttiah Muralitharan) স্পর্শ করেছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। আর দ্বিতীয় ইনিংসে জোশ হ্যাজেলউডকে (Jos Hazlewood) আউট করতেই মুরলীকে ছাপিয়ে গেলেন তিনি। হ্যাজেলউড (Jos Hazlewood) হলেন অশ্বিনের (Ravichandran Ashwin) ১৯২তম বাঁ হাতি শিকার।

আরও পড়ুন- মেলবোর্নে ৫ উইকেট, অস্ট্রেলিয়ায় অভিষেকেই এলিট ক্লাবে Mohammed Siraj

সবচেয়ে বেশি বাঁ হাতি ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে এখন তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (James Anderson)। তাঁর শিকার ১৮৬। দুই অজি বোলার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath) এবং শেন ওয়ার্নের (Shane Warne) শিকার ১৭২টি করে। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তাঁর শিকার ১৬৭।

আরও পড়ুন-  সাফল্য ১০০% , MS Dhoni'র রেকর্ড ছুঁলেন নেতা Rahane

.