বিশ্বকাপ জিতে ধোনির স্টাইল নকল করলেন ফরাসী তারকা
এবার জিরাউডের প্রতিজ্ঞা পালনের পালা।
নিজস্ব প্রতিনিধি : ২৮ বছর পর দেশকে বিশ্বকাপ জিতিয়ে মহেন্দ্র সিং ধোনি লুকস পাল্টে ফেলেছিলেন। ঘনিষ্ঠমহলে ধোনি বলেছিলেন, বিশ্বকাপ জিতলে মাথা কামিয়ে ফেলার সিদ্ধান্তটা তিনি অনেক আগে থেকেই নিয়ে রেখেছিলেন। ২০১১ তে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ধোনির সেই নতুন লুকস ইন্টারেনেটে ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন - বিশ্বকাপের পদক নিতে অস্বীকার করলেন ক্রোয়েশিয়ার ফুটবলার
ধোনির মতোই কাণ্ড করলেন এবার অলিভার জিরাউড। ফ্রান্স বিশ্বকাপ জিতলে তিনি মাথা ন্যাড়া করে ফেলবেন। এমনই অঙ্গীকার করেছিলেন তিনি বন্ধুমহলে। ক্রোয়েশিয়াকে হারিয়ে রাশিয়ায় বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। এবার তাই জিরাউডের প্রতিজ্ঞা পালনের পালা। জিরাউড তাই বলছেন, ''আমি এক কথার মানুষ। যেমন প্রতিজ্ঞা করেছিলাম এবার সেটা পালন করব। আমার স্ত্রীকেও আমি সেটা জানিয়েছি। ও আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। আমার সন্তানের ব্যাপ্টিসম হবে রবিবার। তার পরই আমি মাথা কামিয়ে ফেলব। আর হ্যাঁ, এই তালিকায় আমি একা নই। আমাদের দলের গোলকিপার হুগো লরিসও বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করেছিল যে দেশ বিশ্বকাপ জিতলে ও মাথা কামিয়ে ফেলবে। আমার সঙ্গে সঙ্গে ওকেও সবাই নতুন লুক দেখবে এবার।''
বিশ্বকাপে তিনি একটাও গোল করেননি। ফ্রান্সে এই নিয়ে সমালোচনার শেষ নেই। যদিও অলিভার জিরাউডের পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের কোচ দেঁশ। তাঁর বক্তব্য ছিল, ''অফ দ্য বল অনেক বেশি কার্যকর ছিল জিরাউড। গোলের পরিস্থিতি তৈরি করাটাও একটা বড় ব্যাপার। তাই রাশিয়ায় ও আমাদের দলের ফরোয়ার্ড লাইনে কার্যকরী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে।'' যদিও চারপাশের এত সমালোচনা শুনে শেষমেশ মুখ খুললেন জিরাউড। বললেন, ''গোটা কেরিয়ারে অনেকবারই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। প্রচুর সমালোচনা সহ্য করেছি। এটা নতুন কিছু নয়। এই সমালোচনা আমাকে অনুপ্রেরণা জোগায়। নিজেকে আরও বড় করে মেলে ধরতে সাহায্য করে। আমি আমার দেশের প্রতি দায়বদ্ধ। কে কী বলল কিছু আসে যায় না।''