পাক ক্রিকেটের চিরকালীন সঙ্কটে খোঁচা মেরে গলে উত্তেজক জয় শ্রীলঙ্কার
র দিন ঘুমপাড়ানি ক্রিকেটের পর পঞ্চম দিনে গল টেস্ট একেবারে জমে গেল।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
পাকিস্তান-৪৫১,১৮০
শ্রীলঙ্কা-৫৩৩/৯, ৯৯/৩
ওয়েব ডেস্ক: চার দিন ঘুমপাড়ানি ক্রিকেটের পর পঞ্চম দিনে গল টেস্ট একেবারে উত্তেজক একটা ম্যাচ উপহার দিল। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে আনল শ্রীলঙ্কা। প্রায় ড্র হতে বসা ম্যাচে শ্রীলঙ্কাকে জয় এনে দিলেন স্পিনার রঙ্গনা হেরাথ। মুরলীধরনের দেশের এখন এক নম্বর স্পিনার হেরাথ নিলেন ৪৮ রানে ৬ উইকেট।
এদিন পাকিস্তান দিনের খেলা শুরু করেছিল ৪ রানে ১ উইকেট থেকে। সেখান থেকে পাক ক্রিকেটের চিরকালীন সঙ্কটে ঘা দিলেন হেরাথ। চাপে থাকলে একেবারে হুড়মড়িয়ে ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ,এমন কথাটা পাকিস্তান ক্রিকেটকে নিয়ে বলা হয়। সে কথাটা অক্ষরে অক্ষরে সত্যি হল গল টেস্টে। ৫৫ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট।
হার বাঁচানোর লড়াইয়ে নেমে বুক চিতিয়ে খেলতে থাকেন সারফারজ আমেদ। কিন্তু তাতে কী সারফারজকে সঙ্গ দেওয়ার মত কেউ ছিল না। সময় কাটানোর খেলা খেলতে ব্যর্থ পাক ব্যাটিং। পাকিস্তানকে ১৮০ রানে অল আউট করার পর জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৯৯ রান। দিনের খেলা শেষ হতে তখনও বাকি ২৩ ওভার। সেই অবস্থায় ওপেন করতে নামেন শেষ টেস্ট সিরিজ খেলতে নামা মাহেলা জয়বর্ধনে। ২৮ রানের মধ্যে ওপেনার থারাঙ্গাকে হারালেও উত্তেজক গল টেস্ট জিততে আর বেশি উত্তেজনার মধ্যে পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা রঙ্গনা হেরাথ।
ম্যাচের প্রথম দুটো ইনিংস শেষ হতে বা কুড়িটা উইকেট পড়তে লেগে যায় চার দিন। আর একেবার শেষ দিনে পড়ল ১২টা উইকেট।