Kane Williamson, NZ vs SL: কেরিয়ারে ষষ্ঠ দ্বিশতরান করে কাদের রেকর্ডে ভাগ বসালেন কেন উইলিয়ামসন? জানতে পড়ুন
প্রথম টেস্টে শ্রীলঙ্কা শেষ বলে গিয়ে ম্যাচ হেরেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ২-০ জিততে হত তাদের। যদিও ভারতকে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে হারতে হত। কিন্তু রোহিত শর্মারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায় শ্রীলঙ্কার ফাইনালে যাওয়ার সব আশা শেষ হয়ে যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচেও দাপট দেখাচ্ছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। গত টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২১ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে (New Zealand) জয় এনে দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। আর এবার থামলেন ২১৫ রানে। তাঁর এই ম্যারাথন ইনিংসের জন্যই প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৮০ রান তুলে ডিক্লেয়ার করে দিল কিউইরা।
টেস্টে এটা কেন উইলিয়ামসনের ষষ্ঠ দ্বিশতরান। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি। এই নজির গড়ে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), রিকি পন্টিং, ইউনুস খানম জাভেদ মিয়াঁদাদের তালিকায় নাম লেখালেন এই তারকা ব্যাটার। ২৯৬ বলে ২১৫ রান করলেন তিনি। মারলেন ২৩টি চার ও ২টি ছক্কা। হেনরি নিকোলস ২৪০ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২৬ রানে ২ উইকেট হারিয়েছে।
আরও পড়ুন: IPL 2023, KKR: শ্রেয়স আইয়ারের পর নাইটদের চাপ বাড়ালেন সাকিব-লিটন! কিন্তু কীভাবে?
শ্রীলঙ্কার হয়ে দু’টি উইকেট নেন কাসুন রজিতা। একটি করে উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা এবং প্রবত জয়সূর্য। ব্যাট করতে নেমে ওপেনার ওশাডা ফার্নান্ডো মাত্র ৬ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস কোনও রান পাননি। ম্যাট হেনরি এবং ডগ ব্রেসওয়েল একটি করে উইকেট নেন। এখনও ৫৫৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
প্রথম টেস্টে শ্রীলঙ্কা শেষ বলে গিয়ে ম্যাচ হেরেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ২-০ জিততে হত তাদের। যদিও ভারতকে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে হারতে হত। কিন্তু রোহিত শর্মারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ায় শ্রীলঙ্কার ফাইনালে যাওয়ার সব আশা শেষ হয়ে যায়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)