Ben Stokes, NZ vs ENG: কোচ ম্যাকালামকে অবাক করে কোন রেকর্ড গড়লেন বেন স্টোকস? জানতে পড়ুন
নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলে ১০৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ম্যাককালাম। ১১ টেস্ট কম খেলেই ম্যাককালামকে পিছনে ফেলে দিলেন স্টোকস। ৯০ টেস্টে স্টোকসের ছক্কার সংখ্যা এখন ১০৯টি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করলেও কোনও ছক্কা হাঁকাতে পারেননি বেন স্টোকস (Ben Stokes)। তবে শনিবার দ্বিতীয় ইনিংসে ৩১ রান করার সময় মেরেছেন দুটি ছক্কা। আর সেদি দুটি ছক্কা মেরেই ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন ইংল্যান্ডের (England) অধিনায়ক।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্টোকসই এখন সর্বোচ্চ ছক্কার মালিক। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারে কিউই পেসার স্কট কুগেলেইনকে ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েছেন স্টোকস। ইংলিশ অধিনায়ক যার রেকর্ড ভাঙলেন সেই ব্রেন্ডন ম্যাককালাম (Brendon McCullum) এখন ইংল্যান্ডেরই টেস্ট কোচ। কোচের সামনেই কোচের রেকর্ড ভাঙলেন তারকা অলরাউন্ডার।
Most Test Sixes:
— Fox Sports Lab (@FoxSportsLab) February 18, 2023
আরও পড়ুন: Ravindra Jadeja as Pathaan: জাদেজাকে পাঠান নামে ডাকলেন বিরাট, ভিডিয়ো হল ভাইরাল
আরও পড়ুন: Virat Kohli, WPL 2023: আরসিবি-র মহিলা দলের নেত্রী কে? নাম জানালেন বিরাট
নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলে ১০৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ম্যাককালাম। ১১ টেস্ট কম খেলেই ম্যাককালামকে পিছনে ফেলে দিলেন স্টোকস। ৯০ টেস্টে স্টোকসের ছক্কার সংখ্যা এখন ১০৯টি।
টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় স্টোকস-ম্যাককালামের পরেই রয়েছেন ক্রিস গেইল (১০০), অ্যাডাম গিলক্রিস্ট (৯৮) ও জ্যাক ক্যালিস (৯৭)। কিউই পেসার টিম সাউদির রয়েছে ৭৬টি ছক্কা। এছাড়া ভারতের রোহিত শর্মা ৬৬ ও অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ৬৪টি ছক্কা মেরেছেন টেস্টে।