Novak Djokovic : একরাশ হতাশা ও বিতর্ক নিয়ে অস্ট্রেলিয়া থেকে ‘ডিপোর্ট’ হচ্ছেন জোকার
'ডিপোর্টেশনের' সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়া ছাড়বেন নোভাক।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে গত দুই সপ্তাহ ধরে চলা সমাপ্তি ঘটল। অস্ট্রেলিয়া সরকার (Australian Government) ও সেই দেশের ফেডারেল আদালতের 'ডিপোর্টেশনের' রায় মাথায় পেতে নিয়ে সার্বিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। কারণ রবিবার রায় ঘোষাণা হওয়ার পরেই শীর্ষ বাছাই এই টেনিস তারকা বুঝে গিয়েছিলেন যে তাঁর পক্ষে এ বার আর অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলার সুযোগ হবে না।
জোকার একরাশ হতাশা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছেন,’আমি প্রচন্ড হতাশ বললে কমই বলা হয়। ফেডেরাল বিচারপতি আমার ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন। এর অর্থ হল, আমি আর অস্ট্রেলিয়ায় থাকতে পারব না। অস্ট্রেলিয়ান ওপেনেও নামতে পারব না। প্রচন্ড কষ্ট পেয়েছি আমি। তার পরও বলছি, কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, তাকে সম্মান জানাচ্ছি। এই দেশ ছেড়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সহযোগিতা করব।‘
আরও পড়ুন: Novak Djokovic: আদালতে হারলেন, জোকারের অস্ট্রেলিয়ান ওপেন খেলার আশা শেষ
আরও পড়ুন: Australian Open: সুযোগ পেয়েই Novak Djokovic-কে মোক্ষম খোঁচা দিলেন Rafael Nadal
অস্ট্রেলিয়া সরকারের দ্বিতীয় বার ভিসা বাতিলের সিদ্ধান্তকেই বহাল রেখেছিল ফেডেরাল কোর্ট। যার অর্থ হল, সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারছেন না জোকার। তাঁকে দেশে ফিরে যেতে হবে। তাই তিনি আর ভিসার জন্য পালটা আবেদন করলেন না। বরং সব বিতর্কের অবসান ঘটিয়ে দেশে ফিরে যাবেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই তারকা।
জকোভিচ ফের যোগ করেছেন,‘গত দুটো সপ্তাহ ধরে এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে, সমস্ত ফোকাসই আমার উপর ছিল। আশা করি এ বার সবাই টেনিসে মন দিতে পারবে। অস্ট্রেলিয়ান ওপেনে যারা নামবে, তাদের সবাইকে অভিনন্দন রইল। ধন্যবাদ জানাব আমার পরিবার, টিম, বন্ধু, সমর্থকদের, সার্বিয়ানদের, যারা আমার পাশে সব সময় ছিল। ওরাই আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছিল।‘
তবে গত বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এ বার কোর্টে নামতে না পারার জন্য তাঁর শীর্ষ স্থান খোয়াতে পারেন। দুই নম্বরে থাকা রাশিয়ার দানিল মেদভেদেভের শীর্ষে উঠে আসার সম্ভাবনা রয়েছে।
কোভিড পরিস্থিতির মধ্যেও অস্ট্রেলিয়ায় এসে তিনি জোড়া ভ্যাকশিন নিতে রাজি হননি। সেটা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সার্বিয়ার প্রধানমন্ত্রী জোকারকে সাহায্য করলেও, অস্ট্রেলিয়া সরকার একেবারেই নমনীয় হতে রাজি ছিল না। তাই শেষ পর্যন্ত হার মেনে নিয়ে দেশে ফিরছেন জোকার। একই সঙ্গে এমন কাজের জন্য রাফায়েল নাদালের মতো বিপক্ষ তাঁকে কটাক্ষও করেছেন।