Novak Djokovic: কেন মিয়ামি ওপেন খেলতে পারবেন না জোকার? আসল কারণ জেনে নিন
চোটের কারণে মিয়ামি ওপেন খেলতে পারবেন না রাফায়েল নাদাল। তাই মিয়ামি ওপেনের সংগঠকরা জোকোভিচকে চেয়েছিলেন। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ফ্লোরিডার গভর্নর এবং দুই সেনেটর ফোন করে বাইডেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ করেছিলেন জোকোভিচকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা ভাইরাসের ভ্যাকসিন (Covid 19 Vaccine) না নেওয়ায় এবার আমেরিকায় (America) যেতে পারছেন না নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কোভিড টিকা নেননি এমন কাউকে দেশে প্রবেশ করতে দিচ্ছে না জো বাইডেন (Joe Biden) প্রশাসন। তাই জোকোভিচকে ভিসা দেওয়া হয়নি। এর ফলে এর আগে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স খেলতে পারেননি জোকোভিচ। এবার বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় খেলতে পারবেন না মিয়ামি ওপেন।
আগামী ১১মে পর্যন্ত আমেরিকায় কোভিড জরুরি অবস্থা চলবে। এই পরিস্থিতিতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে টিকা গ্রহণ বাধ্যতামূলক। টিকা না নেওয়ায় এর আগে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (Indian Wells Masters) সময়ও জোকোভিচের ভিসার আবেদন বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন জোকার। এবার মিয়ামি ওপেন (Miami Open 2023) সামনে রেখে আবারও আমেরিকার প্রশাসন তাঁর ভিসার আবেদন বাতিল করে দিল।
মিয়ামি ওপেনের ডিরেক্টর জেমস ব্লেক বলেছেন, "জোকোভিচকে যাতে ছাড় দেওয়া হয়, সেইজন্য আমরা সবরকম চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। মিয়ামি ওপেন টেনিস বিশ্বের প্রথম সারির টুর্নামেন্টগুলোর একটি। আমরা সবসময় সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের পক্ষে যা যা করা সম্ভব ছিল, সব কিছুই করেছি আমরা। প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই।"
চোটের কারণে মিয়ামি ওপেন খেলতে পারবেন না রাফায়েল নাদাল। তাই মিয়ামি ওপেনের সংগঠকরা জোকোভিচকে চেয়েছিলেন। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ফ্লোরিডার গভর্নর এবং দুই সেনেটর ফোন করে বাইডেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ করেছিলেন জোকোভিচকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। কিন্তু তাতেও কাজ হয়নি। কারণ বাইডেন প্রশাসন কারও জন্যই নিয়ম শিথিল করতে রাজি নয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)