Dhoni-Morgan: ধোনি-মরগ্যানের মধ্যে তেমন কোনও ফারাক দেখেননি মঈন আলি

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, চারিত্রিক ভাবে ধোনি-মর্গ্যানের মধ্যে তেমন কোনও ফারাক দেখেননি তিনি।

Updated By: Jun 29, 2022, 01:13 PM IST
Dhoni-Morgan: ধোনি-মরগ্যানের মধ্যে তেমন কোনও ফারাক দেখেননি মঈন আলি
মঈনের চোখে ধোনি-মরগ্যানের ফারাক নেই

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)। গত মঙ্গলবার সন্ন্যাসের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন প্রাক্তন ইংরেজ অধিপতি। মর্গ্যানের অধিনায়কত্বে দীর্ঘদিন খেলেছেন তারকা ব্রিটিশ অলরাউন্ডার মঈন আলি (Moeen Ali)। অন্যদিকে চেন্নাই সুপার কিংসেরও (Chennai Super Kings) অন্যতম বিশ্বস্ত যোদ্ধা মঈন। খেলেছেন কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বেও।

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মঈন জানিয়েছেন যে, চারিত্রিক ভাবে ধোনি-মর্গ্যানের মধ্যে তেমন কোনও ফারাক দেখেননি তিনি। মঈন বলেছেন, "আমি মর্গ্যানের নেতৃত্বেও যেমন খেলেছি, তেমন ধোনির অধিনায়কত্বেও খেলেছি। দেখতে গেলে চারিত্রিক ভাবে ধোনি-মরগ্যানের মধ্যে তেমন কোনও ফারাক দেখিনি। দু'জনেই অত্যন্ত শান্ত। প্লেয়াররা তাঁদের বিশ্বাস করে। অসাধারণ ক্যাপ্টেন, দুর্দান্ত প্লেয়ার।" মর্গ্যানের ইংল্যান্ড ক্রিকেটে অবদান নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন মঈন। তিনি বলেন, "মর্গ্যান আসার আগে পর্যন্ত ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। ও খেলোয়ড়দের মানসিকতা বদলে দিয়েছে। এখন ইংল্যান্ড সেভাবে টেস্ট ক্রিকেট খেলছে। আমি বিশ্বাস করি মর্গ্যানই দেখিয়েছে ভয়ডরহীন ক্রিকেট খেলার রাস্তা। যেটা এখন খেলছি আমরা।"

মর্গ্যানের অবসরের পর একাধিক ক্রিকেটার মর্গ্যানের বন্দনা করেছেন। সেই তালিকায় রয়েছেন মঈনও। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বজয়ী হয়েছিল ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সাহেবরা। সেই সময় অবশ্য তিনি দলের একজন সদস্য ছিলেন। দলের অনেক উত্থান পতনের সাক্ষী তিনি।

আরও পড়ুন: Hooda-Samson: জুটিতে-লুটি! দুই বাল্যবন্ধুর ব্যাটে সব রেকর্ড ভেঙে চুরমার! ডাবলিনে একাধিক নজির

আরও পড়ুনSerena-Wimbledon: আবাহনেই বাজল বিসর্জনের বাজনা! তবুও সেরেনার মুখে প্রত্যাবর্তনের অঙ্গীকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

 

.