Hooda-Samson: জুটিতে-লুটি! দুই বাল্যবন্ধুর ব্যাটে সব রেকর্ড ভেঙে চুরমার! ডাবলিনে একাধিক নজির

দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে হুডা-স্যামসন ১৭৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। ভারতের টি-২০ ইতিহাসে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন দুই ছোটবেলার বন্ধু। 

Updated By: Jun 29, 2022, 12:15 PM IST
Hooda-Samson: জুটিতে-লুটি! দুই বাল্যবন্ধুর ব্যাটে সব রেকর্ড ভেঙে চুরমার! ডাবলিনে একাধিক নজির
হুডা-স্যামসন

নিজস্ব প্রতিবেদন: আয়ারল্যান্ডের ঘরে গিয়ে তাদের জোড়া ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করেছে টিম ইন্ডিয়া। গত মঙ্গলবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব ওরফে দ্য ভিলেজে দুই ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ ছিল। ৪ রানে দ্বিতীয় টি-২০ জিতে ভারত সিরিজ ২-০ পকেটে পুরে ফেলে।

প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল। এই রান তাড়া করতে নেমে ২২১ রানে শেষ হয়ে যায় আইরিশরা। দীপক হুডা (Deepak Hooda) ও সঞ্জু স্যামসন (Sanju Samson) আয়ারল্যান্ডের বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে এনেছিলেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে হুডা-স্যামসন ১৭৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। ভারতের টি-২০ ইতিহাসে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন দুই ছোটবেলার বন্ধু। 

ভারতের টি-২০ ইতিহাসে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের যুগলবন্দি:

সঞ্জু স্যামসন ও দীপক হুডা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে দ্বিতীয় উইকেটে ১৭৬ রান, সাল ২০২২
রোহিত শর্মা ও কেএল রাহুল: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দোরে প্রথম উইকেটে ১৬৫ রান, সাল ২০১৭ 
রোহিত শর্মা ও শিখর ধাওয়ান: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেটে ১৬০ রান, ডাবলিন ২০০৮
 

ঈশান কিশানের বিশেষ রেকর্ড

ডাবলিনে ঈশান কিশান ওপেনার হিসাবে দেশের হয়ে টি-২০ ফরম্যাটে ৫০০ রান পূর্ণ করেছেন। ওপেন করতে নেমে পঞ্চম ভারতীয় হিসাবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দেশের হয়ে এই নজির গড়েছেন ঈশান।

এলিট ক্লাবে দীপক হুডা 

টিম ইন্ডিয়ার  চতুর্থ ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শতরান হাঁকালেন হুডা। দেশের জার্সিতে টি ২০ ফরম্যাটে প্রথম শতরান করেছিলেন সুরেশ রায়না। এছাড়া রোহিত শর্মা ও কেএল রাহুলও সেঞ্চুরি হাঁকিয়েছেন। রোহিতের চারটি ও রাহুলের ২টি টি ২০ আন্তর্জাতিক শতরান রয়েছে। 

আরও পড়ুন: Sanju Samson: বিশপ থেকে পাঠান, সবার মুখেই এখন স্যামসনের নাম

আরও পড়ুনVirat Kohli: 'কিং কোহলি'কে টি-টোয়েন্টি দলে রাখলেন না এই প্রাক্তন ওপেনার, কে তিনি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.