ভারতের বিরুদ্ধে টেস্টে দলকে নেতৃত্ব না দিতে পারার আক্ষেপ মিসবার
টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন মিসবা উল হক। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরই শেষ। তাঁর পর সাদা পোশাকের ক্রিকেটকে জানাবেন বিদায়। এত বছর ক্রিকেট খেলার পর দেশকে নেতৃত্ব দেওয়ার পর কী অনুভূতি তাঁর? আছে নাকি কোনও আক্ষেপ?
ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন মিসবা উল হক। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরই শেষ। তাঁর পর সাদা পোশাকের ক্রিকেটকে জানাবেন বিদায়। এত বছর ক্রিকেট খেলার পর দেশকে নেতৃত্ব দেওয়ার পর কী অনুভূতি তাঁর? আছে নাকি কোনও আক্ষেপ?
আরও পড়ুন ২৭ বছরের ডেভিস কাপের কেরিয়ারে এই প্রথম দলের বাইরে লিয়েন্ডার পেজ
এই প্রশ্নের উত্তরে মিসবা উল হক বলেছেন, 'ভারতের বিরুদ্ধে টেস্টে দেশকে নেতৃত্ব দিতে পারিনি। এই আক্ষেপটা থেকেই যাবে। বিশেষ করে একটা সময় আমরা টেস্ট দল হিসেবে বেশ শক্তিশালী হয়েও শুধুমাত্র রাজনৈতিক কারণেই ভারতের বিরুদ্ধে খেলতে পারিনি। কিন্তু এক্ষেত্রে আমিই বা কী করতে পারি! এটা রাজনৈতিক কারণ। আর একটা আক্ষেপ অবশ্যই আছে। তাহলো ২০১১ এবং ২০১৫-র বিশ্বকাপে আমরা জিততে পারেনি বলে।'