টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মিসবা উল হক
টেস্ট থেকে অবসর নিচ্ছেন মিসবা উল হক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজই তার শেষ টেস্ট সিরিজ। জানিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক। লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে বসে মিসবা জানিয়ে দিলেন তিনি কোনও চাপে পড়ে অবসর নিচ্ছেন না। বরং পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পেরে তিনি তৃপ্ত। আন্তর্জাতিক আসরে দুহাজার দশ সালে পাকিস্তান ক্রিকেট স্পট ফিক্সিংয়ের জন্য কলঙ্কিত হয়।
ওয়েব ডেস্ক: টেস্ট থেকে অবসর নিচ্ছেন মিসবা উল হক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজই তার শেষ টেস্ট সিরিজ। জানিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক। লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে বসে মিসবা জানিয়ে দিলেন তিনি কোনও চাপে পড়ে অবসর নিচ্ছেন না। বরং পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পেরে তিনি তৃপ্ত। আন্তর্জাতিক আসরে দুহাজার দশ সালে পাকিস্তান ক্রিকেট স্পট ফিক্সিংয়ের জন্য কলঙ্কিত হয়।
আরও পড়ুন ২৭ বছরের ডেভিস কাপের কেরিয়ারে এই প্রথম দলের বাইরে লিয়েন্ডার পেজ
সেসময় মিসাবার কাঁধে পাক দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত তিপ্পান্ন টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে চব্বিশটিতে জয় তুলে এনেছেন মিসবা। হেরেছেন আঠেরোটিতে। আর ড্র হয়েছে এগারোটি টেস্ট।
আরও পড়ুন হায়দরাবাদে শ্রীনিবাসন পৌছতেই বোর্ডের প্রশাসনিক কমিটির ঘুম ছুটে গেল