Sunil Chhetri | India vs Kuwait: ইতিহাসের সামনে ভারত! যা হয়নি কখনও, সুনীল বললেন তাঁকে নিয়ে মাতামাতি বন্ধ হোক

Not About Me And My Last Game Says Sunil Chhetri On Before India vs Kuwait Match: সুনীল ছেত্রী সাফ বলছেন যে, ভারত-কুয়েত ম্য়াচেই থাক ফোকস। তাঁর বিদায়ী ম্য়াচ নিয়ে মাতামাতি বন্ধ হোক এবার।

Updated By: Jun 5, 2024, 04:44 PM IST
Sunil Chhetri | India vs Kuwait: ইতিহাসের সামনে ভারত! যা হয়নি কখনও, সুনীল বললেন তাঁকে নিয়ে মাতামাতি বন্ধ হোক
অনুশীলনে একাগ্র সুনীল ছেত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে বলবে আর কয়েক ঘণ্টা পর তিনি বর্তমান থেকে প্রাক্তন ফুটবলার হয়ে যাবেন! কে বলবেন, তিনি দেশের জার্সিতে শেষবার আন্তর্জাতিক ম্য়াচ খেলতে চলেছেন? কে বলবে গোটা কলকাতা মেতেছে তার জামাইয়ের ফেয়ারওয়েল ম্য়াচের উন্মাদনায়? সুনীল ছেত্রীর (Sunil Chhetri) চোখ-মুখের অভিব্য়ক্তি ও অনুশীলনে শরীরী ভাষা দেখে মনে হচ্ছে, তিনি যেন দেশের জার্সিতে অভিষেক করতে চলেছেন। বিদায়বেলায় ফুরিয়ে যাওয়ার কোনও চিহ্ণ নেই তাঁর শরীরে, আছে শুধুই আগুনে ফুটবল খেলার প্রতিশ্রুতি। 

আরও পড়ুন: Sunil Chhetri | India vs Kuwait: 'কিছুতেই কোচিং করাব না', সুনীলই কি পরবর্তী সভাপতি? কলকাতায় কোচের বয়ানে ঝড়

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গেন নৈশালোকে, ইগর স্টিমাচের শিষ্য়রা বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কুয়েতের (India vs Kuwait) বিরুদ্ধে। জিততে পারলেই ভারতের বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠে যাওয়া প্রায় নিশ্চিত। এই হাইভোল্টেজ ম্য়াচ খেলেই সুনীল দেশের জার্সি তুলে রাখবেন। দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে টানবেন ইতি। বুধবার অর্থাৎ আজ দুপুরে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠক হয়ে গেল যুবভারতীর প্রেস কনফারেন্স রুমে। সাংবাদিকদের ভিড়ে থিকথিক করছিল ঘর। 'ক্য়াপ্টান ফ্য়ান্টাস্টিক'-এর শেষ আন্তর্জাতিক ম্য়াচ বলে কথা। ভিন রাজ্য়ের বহু সাংবাদিকও এসেছেন এই ম্য়াচ কভার করতে। সুনীলকে এদিন একাধিক প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।
 
সুনীল এদিন সাফ জানালেন যে, তিনি গত মাসেই অবসরের অধ্য়ায় ফেলে এসেছেন। তাঁর একমাত্র ফোকাস কুয়েত ম্য়াচে। সুনীলের সংযোজন, 'এই কেমন অনুভূতি হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছে, শুনতে শুনতে আমি ক্লান্ত। আমি খুব চেষ্টা করছি এই নিয়ে আর না ভাবতে। দেখুন বারবার বলব না, এটা ভারত-কুয়েত ম্যাচ। এখানে আমি এবং আমার শেষ ম্য়াচের কোনও জায়গা নেই।' এই ম্য়াচ জিতলে, বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের পথে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। এখনও পর্যন্ত ভারত কোনওদিন সেই কৃতিত্ব অর্জন করতে পারেন। ফলে দেখতে গেলে বিগত তিন দশকের অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ম্য়াচ হতে চলেছে আগামিকাল। সুনীল বলেন, 'আমরা আগামিকাল জিততে পারলে প্রায় কোয়ালিফাই করে যাব। হোম এবং অ্যাওয়ে মিলিয়ে পাঁচটা দারুণ ম্য়াচ হবে।'

সুনীল ফুটবল ছাড়ার পর কী করবেন? অবসর ভেঙে কি তাঁর ফেরার কোনও সম্ভাবনা আছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুনীলের উত্তর, 'না স্য়র, আমি অবসর ভেঙে ফিরব না। অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিগত ১৯ বছরের দারুণ একটা রাইড ছিল আমার। দেখুন আমি দারুণ দারুণ সব শ্য়ুট বানিয়েছি। এগুলো পরেই ভারতীয় ফুটবল দলের খেলা দেখতে যাব। ওরা যেখানে যেখানে খেলতে যাবে, সেখানেই আমি চলে যাওয়ার চেষ্টা করব। এটাই মোটামুটি আমার পরিকল্পনা রয়েছে।' এখনই বলে দেওয়া যায় যে, দেশের সর্বকালের অন্য়তম শ্রেষ্ঠ ফুটবলসেবককে আলবিদা জানাতে যুবভারতীর একটি আসনও ফাঁকা থাকবে না।

বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের লিগ টেবলে চোখ রাখলে দেখা যাবে,  দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট এসেছে সুনীল ছেত্রীদের ঝুলিতে। কুয়েতের ঘরের মাঠে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়েছেন সুনীল অ্যান্ড কোং। ঘরের মাঠেও জিততে মরিয়া ভারত। তবে কুয়েতকে হারালেই তৃতীয় রাউন্ড কিন্তু নিশ্চিত নয়। সামনে থাকবে কাতার। আছে পয়েন্টের সমীকরণও। 

আরও পড়ুন: Kylian Mbappe: স্বপ্নের ক্লাবে এমবাপে, ধনবর্ষায় বিশ্বকাপ জয়ী, কত টাকা পাবে জানেন?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.